|
---|
উজির আলী,চাঁচল, ১৯ শে জুন: উত্তরবঙ্গের গুরত্বপূর্ন জায়গাগুলিতে যাওয়ার রাস্তাটিতে মাছ চাষ করার কথা ভাবছেন এলাকাবাসী। উল্লেখ্য,মালদহের চাঁচল থানার উত্তরবঙ্গে যাওয়ার রাস্তা ব্যস্ততম আশাপুর স্ট্যান্ডটিতে থই থই করছে জল। বাসিন্দাদের অভিযোগ,সামান্য বৃষ্টি হলেই ১০০ মিটার জুড়ে আশাপুরের মূল ফটকে জমে থাকছে জল।
থই থই জলের উপরের চলাচল পথচারীদের। ঘন ঘন বাস ও প্রভৃতি যানবাহন চলাচলে দীর্ঘক্ষন থমকে থাকতে হচ্ছে বলে অভিযোগ বাসিন্দাদের।ওই রাস্তা দিয়েই চলাচল স্কুল পড়ুয়াদের। যদিও করোনার জন্য স্কুল কলেজে ছুটি রয়েছে।এছাড়াও হাজারো পথচারীর একমাত্র পথ ওই রাস্তাটি।
এলাকার বাসিন্দা মহঃ ইব্রাহিম বলেন, জলনিকাশি ব্যবস্থা বেহাল থাকায় জল আটকে ডোবায় পরিণত হচ্ছে স্ট্যান্ডটি। চাঁচল শহরের মতো আশাপুরও একটা ব্যস্ততম স্ট্যান্ড বলে জানান বাসিন্দারা। অবিলম্বে বেহাল নালা গুলো পরিস্কারের দাবীতে সরব হয়েছেন বাসিন্দারা। জলে দাড়িয়ে অভিমানের সূরে বাসিন্দা ইব্রাহিম বলেন, বাজারের আর মাছ কিনতে যাবনা! এখানেই মাছ চাষ করব ও মাঝের ঝোল খাব।
এবিষয়ে খরবা গ্রাম পঞ্চায়েত প্রধান পারভিপ খাতুন বলেন, বৃষ্টিতে চারটি গ্রামর জল ধেয়ে আসছে ওইখানে। তবে বৃষ্টির পরে ধীরে ধীরে জল নিকাশ হয়ে যায়। তবে নালা গুলো প্রতিনিয়ত পরিস্কার করা হয়। আকারের ছোটো রয়েছে ড্রেন গুলি। ওখানে হাই ড্রেন করা বিষয়টি ভাবা হচ্ছে পঞ্চায়েতের তরফে।