|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: নারদ মামলায় সুব্রত, ফিরহাদ, মদন, শোভনের জামিনের আর্জি মঞ্জুর আদালতে। সিবিআইয়ের জেল হেফাজতের আর্জি খারিজ। বাংলায় বিজেপির বাজেভাবে হারের বদলা নিতে প্রতিহিংসার রাজনীতি। প্রতিক্রিয়া ফিরহাদ হাকিমের।
আজ সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে আচমকা এদের বাড়িতে গিয়ে গ্রেফতার করা হয়। নারদ-মামলায় একই অভিযোগ থাকা সত্ত্বেও কেন গ্রেফতার নয় মুকুল রায়, শুভেন্দু অধিকারী? বিজেপিতে যোগ দেওয়ার জন্যই কি ছাড়? প্রশ্ন তৃণমূলের। নিজাম প্যালেস, রাজভবনের সামনে সহ বিভিন্ন স্থানে তৃণমূল কর্মী-সমর্থকদের বিক্ষোভ। প্রায় ছয় ঘণ্টা পর নিজাম প্যালেজ থেকে বের হন মমতা বন্দ্যোপাধ্যায়।
আদালতে অভিযুক্তদের পক্ষে সওয়াল করতে গিয়ে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, ৪ অভিযুক্ত তদন্তে সহযোগিতা করেননি, এমন অভিযোগ নেই। মুকুল-শুভেন্দুকে গ্রেফতার নয় কেন?পুরসভায় করোনা মোকাবিলার দায়িত্বে ফিরহাদ। ফিরহাদের গ্রেফতারিতে কলকাতা অসহায় হয়ে পড়বে। রাজ্যপালের কোনও ক্ষমতা নেই চার্জশিটের অনুমতি দেওয়ার।’