বাঙ্গালীর মাথায় আবার নতুন মুকুট লন্ডনে বাংলা ভাষার স্বীকৃতি পেল

নতুন গতি, ওয়েবডেস্ক: আমাদের রাজ্য সরকার  কলকাতা কে লন্ডন হোক না হোক, লন্ডন ‘বাংলা’ হয়েই গেল। আরও একবার সেরার সেরা স্বীকৃতি পেল বাংলা ভাষা। দ্বিতীয় সর্বাধিক প্রচলিত ভাষা হিসেবে লন্ডনের সরকারিভাবে দ্বিতীয় ভাষার তকমা পেল বাংলা ভাষা।

    জানা গিয়েছে, ভারত ও বাংলাদেশ মিলিয়ে লন্ডনে বসবাসকারী ৭১ হাজার ৬০৯ জন বাসিন্দা প্রধানত বাংলা ভাষায় কথা বলেন। ইংরেজির পরেই সর্বাধিক প্রচলিত ভাষা বাংলা। বাংলা ভাষার পরেই স্থান রয়েছে পোলিশ ও তুর্কির। বাংলা, পোলিশ ও তুর্কির মধ্যে যে কোনও একটি ভাষায় কথা বলেন লন্ডনের ১ লক্ষ ৬৫ হাজার ৩১১ জন বাসিন্দা। ‘সিটি লিট’ নামক এক সংস্থা সমীক্ষা চালিয়ে এই তথ্য প্রকাশ করেছে। লন্ডনের সাংস্কৃতিক বৈচিত্র এবং বাসিন্দাদের মধ্যে যোগাযোগ বাড়াতেই এই সমীক্ষা চালানো হয়েছিল।

    এই সমীক্ষা থেকেই জানা গিয়েছে যে,
    লন্ডনের ৩ লক্ষ ১১ হাজার ২১০ জন বাসিন্দা বাড়িতে কোনও না কোনও বিদেশি ভাষায় কথা বলে থাকেন। অন্যদিকে, ব্রিটিশদের মধ্যে মাত্র তিন শতাংশ মানুষই স্বচ্ছন্দে বাংলা বলতে পারেন বলে জানা গিয়েছে।
    এই খবর শোনার পরে সকল বাঙালির মধ্য খুশির হাওয়া বইতে শুরু করেছে।বাঙালি হিসেবে আবার গর্ব বোধ করতে পারবো আর এক নতুন ভাবে।