|
---|
রফিকউদ্দিন : ১৪ মার্চ, শনিবার,পূর্ব বর্ধমানে নিমো ২নং গ্রাম পঞ্চায়েতর কেন্না সিংহ ভিলায় তৃণমূল কংগ্রেসের কর্মীসম্মেলন করেন বাংলার গর্ব মমতা। মুখ্যমন্ত্রী মমতা বন্ধোপাধ্যায় বাংলার গর্ব দিকে ছড়িয়ে পড়ুক। উপস্থিত ছিলেন তৃণমূলের কংগ্রেসের মেমারি বিধানসভার প্রাক্তন বিধায়ক ও পশ্চিমবঙ্গ সরকারের লেবার কমিশনের চ্যায়ারম্যান ড. আবুল হাশেম মণ্ডল, যুবকমিটির সদস্য ফাত্তার কয়েল, মেমারি ব্লোকের ওয়ার্ককিং কমিটির ও সংখ্যালঘুসেলে ফারুক আব্দুল্লাহ, পঞ্চায়েত সমিতির সদস্য সমীরন চন্দ্র, স্থানীয় নেতা ও কর্মী, প্রধান ও উপপ্রধান জাহির হোসেন, সাজ্জাদ আলম, আহাসান, আমজাদ হোসেন, মহ রামিজ, মহ বদর, সাদিক, ওসমান, কাইউম সরকার , সেখ আইচ, আবুল হোসেন, এই সম্মেলন বহু বিশিষ্টজনেরা ও মহিলা কর্মীরা হাজির ছিলো।