|
---|
নিজস্ব প্রতিবেদক:- টিভি খবরের জের, খোলা তার ও সুইচ প্যানেল নিয়ে পদক্ষেপ বাঁকুড়া মহকুমা শাসক ও পুরসভার। এই খবর তুলে ধরার ২৪ ঘন্টার মধ্যে আসরে নামল প্রশাসন। বৃহস্পতিবার সকাল থেকে বাঁকুড়া সদর মহকুমা শাসক, বাঁকুড়া পুরসভা ও বিদ্যুৎ দফতর শহর ঘুরে কোথায় কোথায় এই সমস্যা রয়েছে তা খতিয়ে দেখে ব্যবস্থা নিল। খোলা তার , খোলা প্যানেল বক্সগুলির মুখ বন্ধ করার কাজ শুরু হয়েছে।গত কয়েকদিন ধরে স্থানীয় প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ করার পর পুরসভা ও প্রশাসনের এই উদ্যোগে খুশি এলাকার মানুষ।বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জোড়া মৃত্যুর পরেও বাঁকুড়া শহর জুড়ে মরণফাঁদের ছবি ধরা পড়ছিল বেশ কয়েকদিন ধরে। স্থানীয়রা অভিযোগ জানিয়েছিলেন, বিপজ্জনকভাবে খোলা পড়ে রয়েছে বিদ্যুতের তার। খোলা প্যানেল বক্স। দু’জনের মৃত্যুর পরেও হুঁশ ফেরেনি প্রশাসনের। বাঁকুড়া শহরের ছবি বলে দিচ্ছে একের পর এক মানুষের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়া সত্বেও সম্পূর্ণ উদাসীন বিদ্যুৎ দফতর।গত শনিবার বাঁকুড়া শহর লাগোয়া ভুতশহর গ্রামে বিদ্যুতবাহী খোলা তার ছিঁড়ে দুই গ্রামবাসীর মৃত্যু হয়। এই ঘটনায় বিদ্যুৎ দফতরের গাফিলতি পেয়ে লালবাজারের ষ্টেশন ম্যানেজারকে সরিয়ে অনির্দিষ্টকালের ছুটিতে পাঠানো হয়েছে। তবে স্থানীয়দের বক্তব্য, আধিকারিকদের সরিয়ে দিয়ে সমস্যার সমাধান হয় না। সমস্যা সমাধানের জন্য প্রয়োজন পরিকল্পনার। যদিও এই বিষয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করে শহরের ও বিভিন্ন প্রান্তে খোলা তার নিয়ে পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে।