বারাসাতে ব্লক-১ ইমাম ওলামাদের সমাবেশ

সংবাদদাতা : বারাসাতে ব্লক-১ ইমাম ওলামাদের সমাবেশ। বারাসাত ব্লকন ময়না হাটের উদ্যোগে নুরপুর শর্মার বিরোধিতায় সাম্প্রদায়িকতা বিরোধী প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন গোবরডাঙ্গা রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী স্বরূপানন্দ মহারাজ উত্তর ২৪ পরগনা ইমাম কো-অর্ডিনেটর জনাব মাওলানা হাসানুজ্জামান প্রগ্রেসিভ ইয়ুথ ফাউন্ডেশনের রাজ্য সভাপতি সিয়ামত আলি, সিরাত সোশ্যাল ওয়েলফেয়ার অ্যান্ড এডুকেশনাল ট্রাস্টের রাজ্য সম্পাদক আবু সিদ্দিক খান, ইমাম নেতা মাওলানা আকবর আলি, মাওলানা মোশারফ হোসেন, সাদ্দাম হোসেন, মাওলানা বাহারুল ইসলাম, বিশ্বজিৎ মন্ডল প্রমুখ।
পীরজাদা হাসানুজ্জামান বলেন, রাসুল সাঃ এর সাথে বিয়াদবী কখনো আমরা বরদাস্ত করব না৷ নূপুর শর্মা ও নবীন কুমার জিন্দালের কুরুচিপূর্ণ মন্তব্যের জেরে আজ সারা দেশে অস্থিরতা সৃষ্টি হয়েছে। তার জন্য গোটা মুসলিম সমাজের কাছে ক্ষমা চাইতে হবে। নইলে আমাদের আন্দোলন জারি থাকবে।
মহারাজ সত্যরুপানন্দজী বলেন,ভারতবর্ষ সম্প্রীতি ও সৌহার্দ্যের দেশ। সেই দেশে আজ একের পর অশান্তির বাতাবরণ তৈরি হচ্ছে যা কাম্য নয়। সম্প্রতি হজরত মোহাম্মদ সঃ এর সম্পর্কে বিজেপির মুখপাত্র নূপুর শর্মা যে নোংরা কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সেটা দূর্ভাগ্যজনক। এর বিহিত হওয়া দরকার। সিয়ামত আলি বলেন, দেশের জন্য সবথেকে বেশি প্রাণ দিয়েছেন মুসলিমরা। আলেম উলামারা, আজ সেই মুসলিমদের টার্গেট করে মবলিঞ্চিং করে হত্যা করা হচ্ছে। একের পর এক জাতিগত বিভাজন তৈরি করে রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করা হচ্ছে। সিরাত সম্পাদক আবু সিদ্দিক খান উপস্থিত জনগণকে সচেতন করে বলেন, ইসলাম শান্তি ও সৌহার্দ্য, সম্প্রীতির বার্তা দেয়। হিংসা ও সাম্প্রদায়িকতা ইসলামে নেই। তাই আজ যারা হিংসা ও সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে দেশের গনতন্ত্রকে ধ্বংস করছে এবং ইসলাম ও নবী সঃ কে কলুষিত করতে চাইছেন তারা অবিলম্বে পরাস্ত হবে৷ আমরা প্রতিবাদ করতে গিয়ে কোন রকম মাথাগরম করে, আইন হাতে তুলে নেবো না। গনতন্ত্র পদ্ধতিতে আন্দোলন করতে হবে। রাসুল সাঃ এর সুন্নাতের পরিপন্থী কাজ করবো না। এই অঙ্গীকারবদ্ধ হই।
শেষে মাওলানা মোশারফ হোসেন সাহেবের দোয়ার মাধ্যমে সমাপ্তি ঘটে।