বর্ধমানে গ্রামীণ চিকিৎসক সংগঠনের জাতীয় চিকিৎসক দিবস পালন

এম এস ইসলাম, বর্ধমান : গ্রামীন চিকিৎসক সংগঠন রুরাল হেলথকেয়ার প্রোভাইডার এসোসিয়েশন এর উদ্যোগে বর্ধমান শহরের সাইন্সসিটি অডিটোরিয়াম হলে পালিত হল জাতীয় চিকিৎসক দিবস। এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন পূর্ব বর্ধমানের সি এম ও এইচ জয়রাম হেমরম, বর্ধমানের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অনির্বাণ মিত্র, ডক্টর আবির গুহ, সেহারাবাজার রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন, মানবাধিকার সংগঠনের পক্ষে এমডি আব্বাস উদ্দিন,বিশিষ্ট বাচিক শিল্পী শ্যামাপ্রসাদ চৌধুরী, চিকিৎসক মফিজুল হক,সংগঠনের সভাপতি অসিত চক্রবর্তী সহ বহু বিশিষ্ট ব্যক্তিত্ব । জাতীয় চিকিৎসক দিবসে ডক্টর বিধান রায়ের জীবনী নিয়ে বিভিন্ন বক্তারা আলাপ আলোচনা করেন । সি এম ও এইচ জয়রাম হেমরম টিবি রোগ মুক্ত করতে, গর্ভবতী মায়েদের মৃত্যুর হার কমাতে ও রক্তদান করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন বক্তারা গ্রামীণ চিকিৎসকদের প্রশংসা করেন। মহামারী করনার সময় বড় বড় পাস করা ডাক্তার চিকিৎসা পরিষেবায় হাত গুটিয়ে নিয়েছিলেন জীবনের ভয়ে। সেখানে জীবনের মায়া উপেক্ষা করে গ্রামীণ চিকিৎসকরা মানুষকে পরিষেবা দিয়ে গেছেন । এই সংগঠনের তরফ থেকে সংগঠনের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ও বিভিন্ন নার্সিংহোম হসপিটাল এর নার্সদের সম্মানিত করা হয়। এই সংগঠন একেবারে গ্রাম থেকে গোটা জেলার ব্যাপক বিস্তার করেছে। সংগঠনের জেলা সম্পাদক সেখ ওয়াজেদ আলি বলেন রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী তাদেরকে যে স্বীকৃতি দিয়েছেন তারা তাতে কৃতজ্ঞ। আগামী দিনে এই গ্রামীন চিকিৎসক সংগঠন চিকিৎসা পরিষেবায় আরো উন্নতি করতে পারে ও নিজেদেরকে সংগঠিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বর্ধমানের সাইনসিটি অডিটোরিয়াম হলে গোটা জেলা থেকে আগত গ্রামীণ চিকিৎসকদের উপস্থিতিতে সভা ঘর ভরে ওঠে। এই সংগঠনের তরফ থেকেএকটি পত্রিকা ও প্রকাশ করা হয়। রহমানিয়া ওয়েলফেয়ার ট্রাস্টের সম্পাদক হাজী কুতুব উদ্দিন তাদেরকে বিভিন্ন কর্মকান্ডের কথা সাধারণ মানুষ এর কাছে পৌঁছানোর ব্যাপার নিয়ে বিশেষ পরামর্শ দেন।