|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : গত ১৭ই মে রবিবার মুর্শিদাবাদের বেশ কয়েকজন শ্রমিক বাড়ি ফিরছিলেন বাসে, চেন্নাই -এর ত্রিভাল্লুর আগারমেল থেকে, সাগরদিঘীর বালাগাছির ৩০ জন শ্রমিক। রবিবার ভোর তিনটে নাগাদ অন্ধ্রপ্রদেশে বাসটি একটি লরিকে ধাক্কা মারে। এই দূর্ঘটনায় মৃত্যু হয় সাগরদিঘীর মিনারুল সেখের(২৩) পরিবারের সাথে দেখা করতে অাসেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান এবং সাগরদিঘীর সাংবাদিক সাহিন হোসেন। মৃতের বাবা হামেদ সেখের হাতে আর্থিক সহায়তা করেন সাংসদ। মৃত মিনারুলের স্ত্রী পারভীন বিবিকে সহযোগিতার আশ্বাস সাংসদ। ফিরিয়ে অানা হচ্ছে মৃতদেহ।