|
---|
মেদিনীপুর: নৃত্য শিক্ষা প্রতিষ্ঠান লাস্য ডান্স একাডেমীর উদ্যোগে বৃহস্পতিবার বিকেলে গোলাপী চক বাসন্তী পুজোর মাঠে অনুষ্ঠিত হলো বসন্ত উৎসব। অনুষ্ঠানে বসন্তের সাজে সজ্জিত হয়ে নৃত্য পরিবেশন করেন একাডেমির শিক্ষার্থীরা। অনুষ্ঠানে সবাইকে স্বাগত জানান একাডেমির অধ্যক্ষা নৃত্যশিল্পী তপস্বিনী ভট্টাচার্য।
উপস্থিত ছিলেন ভাদুতলা বিবেকানন্দ হাইস্কুলের প্রধান শিক্ষক ড.অমিতেশ চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত সদস্য কাঞ্চন বেরা, সময় বাংলার কর্ণাধার জয়ন্ত মন্ডল, ফটোগ্রাফার এসোসিয়েশন অব মিডনাপুরের সভাপতি গৌতম দেব ও সদস্য বৃন্দসহ অন্যান্য বিশিষ্ট জনেরা।
অনুষ্ঠানের শেষে প্রতিষ্ঠানের সদস্যরা আগত অতিথিদের আবির মাখিয়ে দোলের শুভ সূচনা করেন ও নিজেদের মধ্যে একে অপরকে আবীরের রঙে রাঙিয়ে দেন।
এই অনুষ্ঠানটি প্রতি বছরই একাডেমির উদ্যোগে অনুষ্ঠিত হয়ে থাকে তবে আতিমারির কারণে গতবছর অনুষ্ঠান করা সম্ভব হয়নি।এই অনুষ্ঠানকে কেন্দ্র করে গোলাপিচকের অধিবাসীদের মধ্যে উৎসাহ- উদ্দীপনা লক্ষ্য করা যায়।