বেশ অন নুর মডেল স্কুল এখন ইটাহারে

নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ আবাসিক মিশন স্কুল গুলির মধ্যে স্বমহিমায় প্রতিষ্ঠিত বেস আন্ নূর মডেল স্কুল। ২০০৩ সালে প্রাণসাগর প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের পঠন-পাঠনের মধ্য দিয়ে এই স্কুলের যাত্রা শুরু হয়েছিল। ক্রমান্বয়ে সেই স্কুল উচ্চ মাধ্যমিকে উন্নীত হয় । ২০০৮ সালে বুনিয়াদপুর শহর লাগোয়া হরিপুর কে কেন্দ্র করে গার্লস বিভাগ প্রতিষ্ঠিত হয়। যেখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ছয় শতাধিক ছাত্রী আবাসিক পদ্ধতিতে পঠন-পাঠনে রত। এক কিলোমিটার দূরে বংশীহারী তে উচ্চ মাধ্যমিক স্তরে বিজ্ঞান বিভাগের ছাত্রদের আবাসিক শাখা প্রায় একশো কুড়ি জন ছাত্র পাঠরত।

    অন্যদিকে ইংরেজি মাধ্যম শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে ম্যানেজমেন্ট NORTH-EASTERN ENGLISH ACADEMY [. CBSE ] প্রতিষ্ঠা করে যা সিবিএসসি সিলেবাস পঠন-পাঠন হয়ে থাকে ।আবাসিক পদ্ধতিতে দশম শ্রেণী পর্যন্ত ।

    কোভিড ১৯ এর কঠিন পরিস্থিতিতেও ২০২০ সালে মডেল স্কুলের শাখা প্রতিষ্ঠিত হয় মালদা শহরে , যা পরিচালনার দায়িত্বে আছেন সম্মানীয় ফরিদ হোসেন প্রাক্তন ডিএসপি। আজ ২রা আগস্ট ২০২১ সোমবার ,বিকেল ২টায় ইটাহার শহরে বেশ আন নূর মডেল স্কুলের উচ্চ মাধ্যমিক বিজ্ঞান বিভাগের পথচলা শুরু হলো।

    ইটাহার পাবলিক স্কুল যে জায়গায় ইতিপূর্বে পাঁচ বছর আগে শুরু হয়েছিল তার ই স্থলাভিষিক্ত হল বেস আন্ নূর মডেল স্কুলের আজকের এই সভায় সভাপতিত্ব করেন আলহাজ্ব আব্দুল মাতিন সাহেব ,বিদ্যালয়ের উদ্বোধন করেন রফিকুল ইসলাম ,সহ প্রধান শিক্ষক কাপাসিয়া এএম হাই স্কুল। প্রারম্ভিক ভাষণে প্রতিষ্ঠাতা সম্পাদক খাদিমুল ইসলাম পতাকা শিল্পগোষ্ঠীর কর্ণধার তথা বিশিষ্ট চিন্তাবিদ মোস্তাক হোসেন ও জিডি মনিটরিং কমিটি সভাপতি শেখ নুরুল হক মহাশয়দের অবদানের কথা উল্লেখ করেন ।

    শিক্ষা প্রসারের ক্ষেত্রে এই স্কুলের উদ্দেশ্য ও লক্ষ্য এবং ইটাহার তথা উত্তর দিনাজপুর কেন্দ্রিক সুদুরপ্রসারি ভাবনার কথা সকলের সামনে তুলে ধরে ,সবার দোয়া ও আশির্বাদ প্রার্থনা করেন।ইটাহার পাবলিক স্কুল সম্পাদক রফিকুল আলম বিগত অভিজ্ঞতার কথা তুলে ধরেন এবং নতুন ব্রাঞ্চ কে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাস দেন।

    অপরদিকে আজকের সভায় উপস্থিত ছিলেন কাঞ্চন সরকার সহ প্রধান শিক্ষক গুলন্দর হাইস্কুল , মমতাজ আলী ,প্রধান শিক্ষক এনটিবিকে হাই মাদ্রাসা,জাকির হোসেন,প্রধান শিক্ষক শিবরামপুর হাই স্কুল ,বিশিষ্ট শিক্ষক গোলাম রাব্বানী,জাহিদ হোসেন, মোস্তাক হোসেন ,গোলাম রবিউল আলম ,সম্পাদক এপিজে কালাম মডেল স্কুল ও সারওয়ারর্দী সাহেব সহ বহু বিশিষ্ট সমাজসেবী।সেবামূলক কাজের মধ্য দিয়ে পুরো সমাজ ও দেশের কল্যাণে বেস আন নূর পরিবারকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন মোকসেদ আলী মহাশয়। স্বাভাবিকভাবেই মনোগ্রাহী এই অনুষ্ঠানটি পরিচালনা করেছিলেন রাসনাউল আলম।