ইয়াসে ক্ষতিগ্রস্ত চাষীদের পাশে দাঁড়াতে বর্ষার মুখে ধানবীজ বিতরন করল ভারত সেবাশ্রম সঙ্ঘ 

মহিউদ্দীন আহমেদ, কলকাতা: ইয়াস ও ভরা কোটালে প্লাবিত হয়েছে সুন্দরবন অঞ্চলের হাজার হাজার একর জমি। নষ্ট হয়েছে ফসল। এই পরিস্থিতিতে সুন্দরবনের বিস্তীর্ন এলাকায় ত্রান বিতরনের কাজ করছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। স‌ঙ্ঘের উ‌দ্যো‌গে এবার রান্না করা খাবার দেওয়ার পাশাপাশি বর্ষায় ধান চাষের জন্যে চাষীদের দেওয়া হল ধান বীজ। দক্ষিন ২৪ পরগনার কুলপি ব্লকে ভারত সেবাশ্রম সঙ্ঘ পরিচালিত  সি‌দ্ধি‌বে‌ড়িয়া প্রনবানন্দ গ্রামীন সেবা‌কে‌ন্দ্রের প‌রিচালনায় এলাকার প্রায় ২০০ জন দুঃস্থ কৃষকের হাতে ধান বীজ তুলে দেন ভারত সেবাশ্রম সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ।

    সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, ত্রান দেওয়ার পাশাপাশি দুই ২৪ পরগনা ও পুর্ব মেদনীপুরে পুনর্গঠনের কাজ শুরু করেছে ভারত সেবাশ্রম সঙ্ঘ। তারই অঙ্গ হিসাবে চাষীদের হাতে তুলে দেওয়া হল ধানবীজ।

    সঙ্ঘের সন্নাসী স্বামী মহাদেবানন্দ বলেন,বর্ষাকাল ধান চাষের সময়। কিন্তু কোটালের জল চাষীদের ঘরে ঢুকে সব বীজ ধান নষ্ট করে দিয়েছে । চাষীরা যাতে ফের ধান চাষ করতে পারে তাই ভারত সেবাশ্রম সঙ্ঘের এই অভিনব উদ্যোগ।