|
---|
ইলিয়াস মল্লিক,হাওড়া: নিয়ন্ত্রন হারিয়ে একটি এ্যাম্বুলেন্স রাস্তার ধারে গাছে গিয়ে ধাক্কা মারলো৷
উলুবেড়িয়া থেকে শ্যামপুরের খাড়ুবেড়িয়ায় একটি রোগী আনতে যাওয়ার সময় শাপুড় বাজারের অদুরে একটি কুকুরকে বাঁচাতে গিয়ে এবং রাস্তার পাশে কোনো ফুটপাতে জায়গা না পেয়ে নিয়ন্ত্রন হারিয়ে দূর্ঘটনাটি ঘটে৷
রাস্তার ধারে ফুটপাত দখলকরে বেআইনি ভাবে কাঠের গুঁড়ি জমা করে রাখার ফলে চরম অসুবিধা৷