‘বিসমিল্লাহির রহমানির রহীম’ লেখা কাগজের থালা বাজারের মুদির দোকানে।

মুহাম্মদ সাবির আহমেদ জাতুয়া, নতুন গতি: দক্ষিণ ২৪পরগণার ঢোলাহা থানার অন্তর্গত রামচন্দ্রনগর হাসপাতাল মোড়ে এক মুদির দোকানে নাস্তার ছোটো কাগজের থালাতে স্পষ্ট আরবি হরফে ক্যালিগ্রাফি করে লেখা কুরআনের বিশেষ আয়াত ‘বিসমিল্লাহির রহমানির রহিম’। যেটা প্রথমে নজরে আসে প্লেট ক্রয় কারী মাওলানা বসির আহমেদ ও আব্দুল মারুফ পাইকদের।
তাঁরা দেখা মাত্র দোকান থেকে সমূহ লেখা যুক্ত থালা ক্রয় করে নেন। কিন্তু আশ্চর্য বোধ করেন, জেনে বুঝে কারা পবিত্র কুরআনের ১১৪ স্থানে উল্লিখিত এই গুরুত্বপূর্ণ আয়াত লিখিত থালা তৈরি ও বাজার জাত করলেন? কেননা বিশেষ করে আহারের জন্য ব্যবহৃত কাগজের থালা সাধারণত খাওয়ার পরে যত্রতত্র ফেলে দেওয়া হয় এবং সেই থালাতে লেগে থাকা উচ্ছিষ্ট খাবার কুকুর, বিড়াল, কাক প্রভৃতি প্রানীরা চেটে খুটে খেয়ে থাকে। অর্থাৎ কুরআনের আয়াতকে ছোটো করার এটা একটা অপচেষ্টা নয় কি?
বাজারের বড় মুদি দোকান কলকাতার বড়বাজার থেকে মাল আনেন কিন্তু থালাতে এই রকম লেখা থাকবে বিক্রেতা নিজেও বিশ্বাস করতে পারেননি।
সুতরাং আমাদের মুসলমানদের বাজার থেকে যেকোনো পন্য কেনার সময় সচেতন থাকা এবং উক্ত পন্যের উপর, নিচ ও পার্শতল দেখে নেওয়া একান্ত প্রয়োজন।