|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : ১৯৮২ সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অন মনুমেন্টস অ্যান্ড সাইটস (ICOMOS) ১৮ই এপ্রিলকে বিশ্ব ঐতিহ্য দিবস হিসেবে ঘোষণা করে।আর সেই উদ্দেশ্যেই নবাবের জেলা মুর্শিদাবাদ সেই ঐতিহ্য বহন করে চলেছে তাই অনেক প্রাচীন সৌধ রক্ষার জন্য মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড কালচারাল ডেভেলপমেন্ট সোসাইটি এবং আর্কো লজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া রায়গঞ্জ সার্কেল হাজারদুয়ারী মিউজিয়ামের যৌথ উদ্যোগে বিশ্ব হেরিটেজ দিবস পালন হলো হাজারদুয়ারীতে, মুর্শিদাবাদের লালবাগের শোভাযাত্রায় উপস্থিত ছিলেন বিশিষ্ট গুণীজনেরা ও পুরো শহর পরিক্রমা করা হয় এই দিন বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়েই এদিনের অনুষ্ঠান সূচি পালন করা হয়। নবাবদের পুরনো ঐতিহ্য ছিল ঘোড়া তাই ঘোড়ার গাড়ি কে সামনে রেখেই এই বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠানের সূচনা হয় এবং পুরো শহর পরিক্রমা করা হয় ঘোড়াগাড়ি দিয়েই। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী ও শিক্ষক- শিক্ষিকা রা । এছাড়াও পদযাত্রায় ছিলেন মুর্শিদাবাদ হেরিটেজ এন্ড কালচার ডেভেলপমেন্ট সোসাইটির অন্যতম কর্মকর্তা শপোন কুমার ভট্টাচার্য্য, লালবাগ মহকুমা শাসক সুদীপ ঘোষ, বিশিষ্ট সমাজসেবী ও প্রাক্তন বিধায়িকা শাওনী সিংহ রায়, মুর্শিদাবাদ পৌরসভার পৌরমাতা ললিতা দাস নন্দী,
এছাড়াও এই পদযাত্রায় উপস্থিত ছিলেন S.D.P.O বিক্রম প্রসাদ, প্রাক্তন পৌরপিতা সৌমেন দাস, দেবাশীষ সিংহ রায়, ইন্দ্রজিৎ ধর সহ আরো অনেকে।