|
---|
নূর আহমেদ, মেমারি : ১৫ মে, মেমারি,পাঁচ দফার দাবিতে, আদিবাসীদের ভারত বন্ধ।মেমারির চকদিকে মোড়ে ও জিটি রোডে রেলগেটে অবস্থান-বিক্ষোভ ও মেমারিতে রেল অবরোধ করল আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। বন্ধের কারণে দীর্ঘক্ষণ রাস্তায় গাড়ি চলাচল যেরকমটা বন্ধ ছিল পাশাপাশি রেললাইনে ও অবরোধের কারণে বিঘ্নিত হয় রেল চলাচল। অবরোধের ফলে আপ মা তারা এক্সপ্রেস ৩০ মিনিট দাঁড়িয়েছিল। ফলে যাত্রীরা অসুবিধার মধ্যে পড়ে। আদিবাসী সে ঙ্গেল অভিযানের পূর্ব বর্ধমান জেলা কমিটি এক সদস্য জানান, মোট পাঁচ দফা দাবি নিয়ে আমাদের এই ভারত বন্ধ। আজ আমরা পূর্ব বর্ধমান জেলার মেমারিতে ট্রেন অবরোধের মাধ্যমে বিক্ষোভ জানাচ্ছি। আমাদের মূলত দাবীগুলি হল, ২০২৩ সালের মধ্যে সারানা ধর্ম কোড দিতে হবে, মারাং বুরুকে জৈন ধর্মালম্বীদের থেকে মুক্ত করে আদিবাসীদেরকে ফিরিয়ে দিতে হবে, সাঁওতালি ভাষা কে ঝাড়খণ্ডের প্রথম রাজ ভাষার মান্যতা দিতে হবে এছাড়া আরো বিভিন্ন আমাদের এই ভারত বন্ধ।