|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ফের বিধানসভা থেকে ওয়াকআউট বিজেপির।
ঠিক কি হয়েছিল আজকের ঘটনা? রবিবার পরপর দু, এক ঘণ্টার ব্যবধানেই রাজ্যের দুই প্রান্তে দুই কাউন্সিলর খুন হয়েছেন আততায়ীদের গুলিতে। অধিবেশন চলাকালীন এই জোড়া খুন নিয়ে মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেছিলেন বিরোধীরা।
উত্তর না পেয়ে ক্ষেপে ওঠে বিজেপি বিধায়করা। এর প্রতিবাদে ওয়াকআউট করেন তাঁরা। তাদের অভিযোগ “রাজ্যে একই দিনে দু’জন কাউন্সিলর খুন। জনপ্রতিনিধিদেরও সুরক্ষা নেই।”
চলতি অধিবেশনে বিজেপি বিধায়কদের হই-হট্টগোলের জেরে একাধিকবার ব্যাহত হয়েছে অধিবেশনের কাজকর্ম।