নিজের পুরোনো দল সিপিএমকে নীতিভ্রষ্ট বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সম্পাদক শংকর ঘোষ

শিলিগুড়ি: সিপিএম নীতিভ্রষ্ট হওয়ার কারণেই দলীয় কর্মীদের ধরে রাখতে পারছে না। সিপিএম বর্তমানে নীতিবদল পার্টি। বৃহস্পতিবার নির্বাচনী প্রচারে বেড়িয়ে নিজের পুরোনো দল সম্পর্কে এই ভাষাতেই কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সম্পাদক শংকর ঘোষ।

    ২২ জানুয়ারি শিলিগুড়ি পৌর নির্বাচন। এই নির্বাচনে ২৪ নম্বর ওয়ার্ডে বিজেপি প্রার্থী হয়েছেন শিলিগুড়ির বিধায়ক তথা বিজেপির রাজ্য সম্পাদক শংকর ঘোষ। বৃহস্পতিবার নিজের হয়ে প্রচার শুরু করলেন শংকর ঘোষ। এদিন সকালে নিজের ওয়ার্ডে দলীয় কর্মীদের নিয়ে বাড়ি বাড়ি প্রচারে যান তিনি। প্রচার শেষে সাংবাদিকদের মুখোমুখী হয়ে তিনি নিজের পুরনো দল সিপিএম সম্পর্কে কটাক্ষ করেন।

    এদিন তিনি বলেন, সিপিএম নীতিভ্রষ্ট, নীতি বদল পার্টি। যা স্পষ্ট হয়েছে গত বিধানসভা নির্বাচনে আই এস এফের মত ধর্মীয় সংগঠনের সাথে জোট বেঁধে লড়াই করা। সিপিএম নীতি পরিবর্তন করার ফলেই দলীয় নেতা কর্মীরা দল পরিবর্তন করছে। নীতিভ্রষ্ট দলের সাথে না থেকে বিরোধী রাজনৈতিক দলে যোগ দেওয়া গর্বের।

    এদিন তিনি শিলিগুড়ি পৌর নির্বাচন নিয়ে বলেন, শিলিগুড়িতে বিজেপি ক্ষমতায় এলে কেন্দ্রীয় সরকারের আর্থিক সহায়তায় শিলিগুড়িকে সর্বাধূনিক গ্রীন সিটি ও স্মার্ট সিটিতে পরিনত করা হবে।