|
---|
ধূপগুড়ি: হাতির হানায় ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হল দুটি বাড়ি। বাড়ী ভেঙ্গে সাবার করল ঘরে মজুত ১৫ মন ধান। বৃহস্পতিবার ভোর ৫ টা নাগাদ ঘটনাটি ঘটে ধূপগুড়ির মাগুরমারী-১ নং গ্রাম পঞ্চায়েতের নীরেঞ্জনপাঠের বাবুপাড়া এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ভোর ৫ টা নাগাদ জঙ্গল থেকে বেড়িয়ে একটি দাঁতাল হাতি হামলা চালায় নিরঞ্জন পাটের বাবু পাড়া এলাকায় চন্দন শর্মা ও লক্ষীকান্ত রায়ের বাড়িতে। হাতির হানায় ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয় দুটি বাড়ি।
হাতি ভেঙ্গে দেয় একটি পাকা বাড়ির একাংশ। বাড়ী ভেঙ্গে সাবার করল ঘরে মজুত ১৫ মন ধান। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ মাঝে মধ্যে হাতি লোকালয়ে বেড়িয়ে ঘরবাড়ি ভাঙ্গার পাশাপাশি নষ্ট করে দিচ্ছে জমির ফসল। অথচ বিষয়টি নিয়ে বারবার বনদফতরকে জানানো হলেও কোন হেলদোল নেই সংশ্লিষ্ট দফতরের। হাতি গ্রামে ঢুকলে বনদফতরকে জানানো হলেও সময় মতো তাদের দেখা মেলে না। হাতির হানায় ক্ষতিগ্রস্থরা ক্ষতিপূরনের আবেদন করলেও তা মেলে না বলেও অভিযোগ স্থানীয় দের।