রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষা শিবির কালিয়াচক কলেজে

রক্তদান ও বিনামূল্যে স্বাস্থ্য পরিক্ষা শিবির কালিয়াচক কলেজে

    মোহাম্মদ নাজমুস সাহাদাত,  কালিয়াচক:  বৃহস্পতিবার কালিয়াচক কলেজের ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠিত হলো রক্তদান শিবির এবং বিনামূল্যে চিকিৎসা পরিষেবা পর্ব। এই উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এনসিসি , এনএসএস, এবং রেড রিবন ইউনিট এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এই রক্তদান ও চিকিৎসা পরিষেবা প্রদান শিবির।  কালিয়াচক ডক্টরস ক্লাব মালদা ব্লাড ব্যাঙ্ক এই মহতী কর্মে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। চিকিৎসার জন্য তিনজন ফার্মাসিটিক্যাল সহযোগী এই ক্যাম্পে অংশগ্রহণ করেন।  কালিয়াচক ডক্টর ক্লাবের সভাপতি ডক্টর হাজেরুল ইবকার, মালদা মেডিকেল কলেজের কার্ডিওলজিস্ট ডক্টর নাঈমুল হক, ডক্টর পীযূষ কুন্ডু , ডক্টর আসরারুল হক, ডক্টর ডিবস সরকার , ডক্টর রাজিয়া সুলতানা, ডক্টর নাগমা আজমি, ডক্টর আলী উল হক প্রমুখ।  উক্ত ব্লাড ডোনেশন ক্যাম্প পরিচালনা করেন মালদা ব্লাড ব্যাংকের আধিকারিক , ডাক্তার মুজিবুল হক সহযোগী হিসেবে আরও সাতজন টেকনিশিয়ান মালদা ব্লাড ব্যাংক থেকে এসে ব্লাড ডোনেশন শিবির সফল করেন।

    এদিনের ব্লাড ডোনেশন মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কালিয়াচক কলেজের অধ্যক্ষ ডক্টর নজিবর রহমান।  এই সভা টি পরিচালনা করেন ডক্টর সুব্রত দাস, ও বিজয়া মিশ্র।  সভাপতির ভাষণে অধ্যক্ষ নজিবুর রহমান জানান, চিকিৎসকদের সমাজসেবামূলক কাজে এগিয়ে আসার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।  এবং ছাত্র-ছাত্রী শিক্ষক-শিক্ষিকা শিক্ষা কর্মীদের এই ধরনের রক্তদান কাজে সর্বান্তকরণে সহযোগিতা করার জন্য অনুপ্রাণিত করা।   এছাড়াও এই সভায় বক্তব্য রাখেন কালিয়াচক কলেজের গভর্নিং বডির সদস্য সমিজুদ্দিন আহমেদ এবং আব্দুল নাসির দেওয়ান এবং সিলামপুর (কালিয়াচক) স্বাস্থ্য কেন্দ্রের বি এম ও এইচ ডক্টর মতিউর হক।