|
---|
খান আরশাদ, রাজনগর: রাজনগরের গাংমুড়ি-জয়পুর অঞ্চলের ঢাকা 2 নম্বর গ্রামে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে গ্রামের বাসিন্দা কাজল মন্ডল এর একটি ছাগল গ্রামের পাশে একটি সিসাল বাগানে চরছিল। সেসময়ই বাগানের ভেতর থেকে একটি বিশাল ময়াল সাপ বেরিয়ে এসে ছাগলটিকে কামড়ে ধরে এবং পেচিয়ে ধরে। ছাগলটির চিৎকারে কাজলের দাদা ঘটনাস্থলে ছুটে আসেন। তিনিও চেঁচামেচি করতে থাকায় এবং অন্যান্যরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ায় ওই ময়ালের হাত থেকে ছাগলটিকে উদ্ধার করে। ছাগলটিকে ছেড়ে ময়াল সাপটি ঘন বাগানের মধ্যে ফের ঢুকে পড়ে। কিন্তু ছাগলটিকে দীর্ঘক্ষণ পেচিয়ে ধরে থাকায় মারা যায় ছাগলটি। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও এই এলাকায় ময়াল সাপের উপদ্রব দেখা গেছে।