প: ব: তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ মেডিকেল সেলের পক্ষ থেকে ডা:হা: গভঃ মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এম,বি,বি,এস, ছাত্র ছাত্রীরা রক্তদান শিবিরের আয়োজন করেন

বাইজিদ মণ্ডল ডায়মন্ড হারবার:- পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদ মেডিকেল সেলের পক্ষ থেকে ডায়মন্ডহারবার গভর্মেন্ট মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের এমবিবিএস ছাত্র-ছাত্রীরা আজ ২৬ শে জুন একটি রক্তদান শিবিরের আয়োজন করেছে I ডায়মন্ড হারবার হসপিটালের ব্লাড সেন্টারে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা ও থ্যালাসেমিয়া আক্রান্ত রোগীদের পাশে দাঁড়ানোর জন্য হবু ডাক্তার দের এই মানবিক প্রচেষ্টা অবশ্যই প্রশংসনীয়। আজ দুপুর ৩ টে নাগাদ এই অনুষ্ঠান এর শুভসূচনা করেন মেডিক্যাল কলেজের ডিন এবং এম এস ভি পি স্যার ও কলেজর ডেপুটি সুপার সুপ্রিম সাহা এবং কলেজের অনান্য ছাত্রছাত্রীরা।কলেজের মেডিকেল ইউনিটের প্রেসিডেন্ট সুমন মন্ডল জানান থ্যালাসেমিয়া রোগীদের জন্য সারা বছরই রক্তের প্রয়োজন হয়। কিন্তু ব্লাড ব্যাঙ্কগুলিতে প্রায়শই রক্তের অভাব দেখা দেয়। এই সমস্যা মেটাতে বছর জুড়েই রক্তদান শিবিরের প্রয়োজন করা হয়।হসপিটালে রোগীদের রক্তের অত্যাধিক চাহিদার কথা মাথায় রেখে এর আগেও বহু রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এবং আগামী দিন এও রোগীকল্যাণ এর উদ্দেশ্যে বেশ কিছু উদ্যোগ পরিকল্পনাতে আছে। সুমন মন্ডল, সৌম্যাজিত বনিক এবং অন্যান্য ছাত্রছাত্রী দের সাথে কথা বলে জানা গিয়েছে তারা কলেজের সমস্ত ছাত্রছাত্রীদের রক্তের গ্রুপের একটি তালিকা প্রস্তুত করতে চলেছেন, যার মাধ্যমে রোগীদের বিপদকালীন সময় এ রক্তের প্রয়োজন মেটানো সম্ভব হবে। প্রত্যেক রক্তদাতা কে এই শিবিরের পক্ষ থেকে শংসাপত্র দিয়ে শুভেচ্ছা জানানো হয়। এছাড়াও প্রত্যেক রক্তদাতার জন্য বিভিন্ন প্রকার স্বাস্থ্যকর খাদ্য উপাদান এর ব্যবস্থা করা হয়। মানবতার প্রতিমূর্তি কে নিজেদের এই মহৎ কাজ এবং চিন্তাভাবনার মাধ্যমে প্রস্ফুটিত করার জন্য কুর্নিশ ডায়মন্ড হারবার গভর্নমেন্ট মেডিকেল কলেজের ছাত্রছাত্রীদের।