|
---|
রহমতুল্লাহ, মুর্শিদাবাদ : নওদায় ৬ জন এবং আহিরনের ১ জন সুনীল দাস বয়স (৪০),সূর্য কর্মকার বয়স (২৩),মাজারুল শেখ( ১৭), জালালুদ্দীন(৩৬),সাইনুল ইসলাম (১৯),দূযোর্ধন দাস- (১৭)। এছাড়াও আহিরনের একজন এনামুল সেখ (৩৬) সোমবার মুর্শিদাবাদের জঙ্গিপুর বিধানসভার অন্তর্গত মির্জাপুরের নওদা গ্রামের ৬ জন ও আহিরণের ১ জন বজ্রপাতে মোট ৭ জন মারা যায় এবং প্রায় ২০জন আহত হয়।
বুধবার কোলকাতা থেকে মৃত পরিবারের প্রতি সমবেদনা জানাতে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন মুু্র্শিদাবাদের প্রথমে বহরমপুরে বজ্রাঘাতে মৃতপরিবারের সঙ্গে দেখা করেন এবং দুপুর ২:৫০ নাগাদ জঙ্গিপুরের নওদা এলাকায় আসেন হেলিকপ্টারে করে। এসে মৃতপরিবারদের সমবেদনা জানান পাশাপাশি আর্থিক সহায়তা এবং পাশে থাকার। আশ্বাস দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন উপস্থিত ছিলেন জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান, লালগোলার বিধায়ক মুহাম্মদ আলি, মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আবুতাহের খান, সুতির প্রাক্তন বিধায়ক ইমানী বিশ্বাস, আমিরুল ইসলাম, আখরুজ্জামান প্রমুখ।
মৃতপরিবারের আবেদন তাদের যেকনো সরকারি চাকরি যেন দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীদের মতে
এরা মাঠ চাষ করতে গিয়ে হঠাৎ হালকা বৃষ্টি শুর হতেই বজ্রপাত হয়। ঘটনাস্থলে ৭জনেরই মৃত্যু হয় এবং ২০ জন আহত অবস্থায় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।