|
---|
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম:- সারা ভারত কৃষকসভা ও সারা ভারত ক্ষেতমজুর ইউনিয়ন দুবরাজপুর ব্লক কমিটির পক্ষ থেকে চার দফা দাবীর ভিত্তিতে বুধবার বীরভূমের দুবরাজপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। দুবরাজপুর পাওয়ার হাউস মোড় থেকে একটি সুসজ্জিত মিছিল শ্লোগান সহকারে পদযাত্রা করে দুবরাজপুর থানার সামনে জমায়েত হয়।এজন্য কিছুক্ষণ রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে যানচলাচলে বিঘ্ন ঘটে। সংগঠনের পক্ষ থেকে দাবি ছিল যে, এলাকায় সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, পুলিশ প্রশাসনকে নিরপেক্ষ ভূমিকা পালন করতে হবে, এলাকায় বেআইনি কাজকর্ম ও অস্ত্র উদ্ধার করতে হবে এবং অযথা কোনো ব্যক্তিকে হয়রানি করা যাবে না। এদিন উপস্থিত ছিলেন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরী, সাধন ঘোষ, পল্টু বাগ্দী, সাধন ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব। আজকের দলীয় কর্মসূচি সম্পর্কে শীতল বাউরী জানান, সারা ভারত কৃষক সভা ও ক্ষেতমজুর ইউনিয়নের দুবরাজপুর ব্লক কমিটির পক্ষ থেকে চার দফা দাবী নিয়ে দুবরাজপুর থানায় স্মারকলিপি দেওয়া হয়। এলাকায় সম্প্রীতি, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে পুলিশকে। কারন বিভিন্ন প্রান্তে যে সমস্ত কাজকর্ম চলছে সেগুলোর দিকে নজর দিতে হবে,বেআইনি কাজকর্ম ও অস্ত্র উদ্ধার করতে হবে এবং পুলিশকে নিরপেক্ষতা বজায় রেখে কাজ করতে হবে।