NKBS যুব সংগ্ৰামী ক্লাব ও রক্তের সন্ধান মহানন্দপুর জিপি গ্ৰুপের উদ্যোগে রক্তদান শিবির

মালদা: দীর্ঘ চার মাস ধরে মালদহের চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালে চলছে রক্তের তীব্র সংকট। বর্তমানে ব্লাড ব্যাংক প্রায় রক্ত শূন্য অবস্থায় পড়ে রয়েছে। করোনা পরিস্থিতিতে প্রায় বন্ধ রক্তদান শিবিরগুলি।এদিকে প্রয়োজনীয় রক্তের অভাবে পড়ে অনেকের মৃত্যু পর্যন্ত হচ্ছে। সেই কথা চিন্তা করেই NKBS যুব সংগ্ৰামী ক্লাব ও রক্তের সন্ধান মহানন্দপুর জিপি গ্ৰুপের উদ্যোগে সোমবার মালদা জেলার চাঁচোল থানার বিষ্টপুর প্রাথমিক বিদ্যালয়ের ভবনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়।

    এদিন প্রায় ৩০ জন রক্তদাতা রক্তদান করেন। পাশাপাশি রক্ত সংগ্ৰহ করতে গিয়ে চাঁচোল সুপার স্পেশালিটি হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান সামিরুল হক রক্তদান করেন। জানা গেছে রক্তদান শিবিরটি বিগত তিন বছর ধরে ২৪ জানুয়ারিতে ধারাবাহিকভাবে অনুষ্ঠিত হচ্ছে। এদিনের রক্তদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাল আলী, পালে খান, মুস্তাক আলম সহ ক্লাবের অন্যান্য সদস্যরা। প্রত্যেক রক্তদাতাকে শংসাপত্র ও ক্লাবের পক্ষ একটি করে কম্বল প্রদান করা হয়। চাঁচোল থেকে মাতিন রাজীর রিপোর্ট।