করোনার সময় নিজের জীবন বিপন্ন করে যারা পাহাড়বাসীকে সেবা প্রদান করেছেন তারা আজ কর্মহীন

কালিম্পং: করোনার সময় নিজের জীবন বিপন্ন করে যারা পাহাড়বাসীকে সেবা প্রদান করেছেন তারা আজ কর্মহীন । তাদের কাজে পুনর্বহাল করার দাবিতে রিলে অনশন শুরু করল কর্মীরা । করোনাকালের জন্য তৈরী হয়েছিল করোনা হাসপাতাল । কালিম্পং জেলার ত্রিবেনীতে সেই রকম তৈরী হয়েছিল ত্রিবেনী হাসপাতাল । পাহাড়বাসীদের সুস্থ পরিসেবা দেবার জন্য করোনা হাসপাতালে নিয়োগ হয়েছিল কর্মী । নিজের জীবনকে বিপন্ন করে সেই সব কর্মীরা পরিসেবা দিয়েছিলেন ।

    বর্তমানে করোনার প্রকোপ কমে যাওয়ায় করোনা হাসপাতাল গুলি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন । তারফলে কাজ হারাতে চলেছেন ত্রিবেনী হাসপাতলে কর্মরত সেইসব কর্মীরা । এপ্রিল মাসের প্রথম থেকে তাদের কাজ আর থাকছে না বলে জানিয়ে দিয়েছে প্রশাসন।তাই বাধ্য হয়েই অনশনে নামতে বাধ্য হয়েছে তারা।তারা আরো জানিয়েছেন আগামী দিনে যদি তাদের সমস্যার সমাধান না হয় তবে তারা আরো বড় আন্দোলনে নামতে বাধ্য হবেন।