বারো মাসের পাশাপাশি মাথার উপর ছাদ পেল চাঁচলের সিভিক ভলেন্টিয়াররা

বারো মাসের পাশাপাশি মাথার উপর ছাদ পেল চাঁচলের সিভিক ভলেন্টিয়াররা

     

     

     

     

    উজির আলি, মালদা, ১৫ ফেব্রুয়ারি : দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে মালদা জেলার সিভিক ভলেন্টিয়ারদের। দীর্ঘ সাত বছর ছয় মাস করে কাজ করার পর এখন থেকে সারা বছরই কাজ পাবেন সিভিক ভলেন্টিয়াররা।এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া দেখা দিয়েছে মালদার জেলার সিভিক দের মধ‍্যে।

    আর এই খবরের দুদিন বাদেই সিভিকদের জন‍্য নির্দিষ্ট কক্ষ নির্মান শুরু হল মালদা জেলার চাঁচল থানায়।সোমবার থেকে কাজ শুরু হয়েছে।এদিন কাজের সূচনা করেন চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ।উপস্থিত ছিলেন মালদা জেলাপরিষদের কৃষি সেচ ও সমবায় দফতরের কর্মাধ‍্যক্ষ রফিকুল হোসেন।

     

    চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, চাঁচল-২ নং পঞ্চায়েত সমিতির উদ‍্যোগে প্রায় ১০১২ স্কোয়ার ফিটের কক্ষটির নির্মান কাজ শুরু হয়েছে।কক্ষের পাশাপাশি রয়েছে বারান্দাও।মূলত প্রথম ও দ্বিতীয় প‍্যানেলের সিভিকরা যখন থানায় একসঙ্গে কাজ শুরু করবে তখন সিভিকদের জন‍্য একটি নির্দিষ্ট কক্ষ প্রয়োজন ছিল।

    বারোমাসের কাজের পাশাপাশি কর্তব‍্যরতের মাঝে মাথার উপর ছাদ মিলবে এমন খবর চাউর হতেই আনন্দময় হয়ে ওঠে চাঁচল থানার সিভিক ভলেন্টিয়াররা।