|
---|
“আমরা করব জয়” এর রক্তদান শিবির মোথাবাড়িতে
নাজমুস সাহাদাত , মোথাবাড়ি : বৃহস্পতিবার মোথাবাড়ির বাঙ্গীটোলায় আমরা করবো জয় এর উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবির এবং প্রতিবন্ধীদের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান করা হয় ।
এদিন রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন সর্বমোট ৫৫ জন রক্তদাতা রক্তদান করেন । এদিন রক্তদান শিবিরে মালদা ব্লাড ব্যাঙ্কের ২ জন স্ট্যাফের কেক কেটে জন্মদিন পালন করা হয় ।
এদিন রক্তদান শিবিরের উপস্থিত ছিলেন , কালিয়াচক ২ নং ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রমল সিং বিরদি, বাঙ্গীটোলা অঞ্চলের প্রধান তহিদুর রহমান , সমাজসেবী সামিউল আহমেদ, রাবিউল ইসলাম প্রমুখ ।
এদিনে উপস্থিত সমষ্টি উন্নয়ন আধিকারিক রমল সিং বিড়দি জানান , রক্তদান খুব ভালো একটা সেবা এই সেবা আমাদের মন থেকে করতে হবে। এটা একটা অমূল্য কাজ৷ এইরকম উদ্যোগ যারা নেবেন আমাদের জানাবেন আমরা সর্বদা সাথে থাকব। আপনাদের যা সহযোগিতা আমরা তাই পূরণ করার চেষ্টা করব । এবং এই উদ্যোগ নেওয়ার জন্য “আমরা করবো জয়” সংস্থাকে অনেক অনেক ধন্যবাদ ।
এই রক্তদান শিবিরে এক আকর্ষণীয় রক্তাদাতা রক্তদান করেন যিনি বিগত দিনে ৪৬ বার এবং আজকেও তিনি রক্তদান করে সর্বমোট ৪৭ বার রক্তদান করেন অমিত কুমার তেওয়ারি ।
“আমরা করবো জয়” এর সম্পাদক সামিউল চৌধুরী ( বারুদ ) বলেন, আমাদের ব্লকের সবচাইতে রক্তদাতা রক্তদান করেন আমাদের বাঙ্গীটোলা এলাকায় । আমরা এই কাজ মন থেকে করি, এই কাজ আমরা যতদিন বাঁচব চালিয়ে যাব। এছাড়াও সকলকে আমরা আহবান করব এই মহান কাজে যেন সকলেই যুক্ত হয়ে রক্তদানে এগিয়ে আসে ।
সম্পূর্ণ অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আলগামা মাসুদ এবং সংস্থার সভাপতি জাকি সারিফ ।