হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর:স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে মেদিনীপুর টাউন স্কুল(বয়েজ)-এ অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৪৬ জন রক্তদাতা রক্তদান করেন। এদিনের রক্তদান শিবিরে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন মেদিনীপুর টাউন স্কুলের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক ড.বিবেকানন্দ চক্রবর্তী,রাজ্যের অন্যতম স্বাস্থ্যকর্তা চিকিৎসক ডাঃ রবীন্দ্র নাথ প্রধান,বিধায়ক দীনেন রায়, বিশিষ্ট উদ্যোগপতি আনন্দ গোপাল মাইতি, মেদিনীপুর কলেজের অধ্যাপক সত্যরঞ্জন,ব্লাড ডোনার্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর,পিএনবি অফিসার্স এসোসিয়েশনের চেয়ারম্যান শঙ্কর চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা, সমাজকর্মী রাহুল কোলে,ব্লাড ডোনার্স সোসাইটির সম্পাদক গৌর চ্যাটার্জী, নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল, শিক্ষক সুব্রত মহাপাত্র, সমাজকর্মী রীতা বেরা, দীপান্বিতা সেন খান,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক মণিকাঞ্চন রায়, চিত্রশিল্পী শোভন রানা , চিত্রশিল্পী সুজিত দাস, সমাজকর্মী মুস্তাফিজুর রহমান সহ আরো অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। মেডিক্যাল টিমের দায়িত্বে ছিলেন রক্তদান আন্দোলনের কর্মী রাহুল কোলে। রক্ত সংগ্রহ করেন ঝাড়গ্রাম ব্লাড ব্যাংক কর্তৃপক্ষ।সমগ্র অনুষ্ঠানটির পরিচালনা করেন নরসিংহ দাস। এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিলীপ মান্না। সংগঠনের পক্ষ থেকে উপস্থিত সকলকে শুভেচ্ছা জানান সংগঠনের সম্পাদিকা সুদীপ্তা দে ,সহ- সভাপতি রাজ্যশ্রী মন্ডল সহ অন্যান্য সদস্য-সদস্যাবৃন্দ।