বিশ্বভারতীর চাকরি নিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি বাংলা পক্ষর

নতুন গতি প্রতিবেদক: বিশ্বভারতীতে চাকরির ক্ষেত্রে বাধ্যতামূলক হিন্দি ও ইংরেজি ভাষা৷ নিজের তৈরি বিশ্ববিদ্যালয়েই ঠাঁই নেই “কবিগুরু” রবীন্দ্রনাথ ঠাকুরের মাতৃভাষা বাংলার। এরই প্রতিবাদে বিশ্বভারতীর আচার্য মাননীয় প্রধানমন্ত্রীকে চিঠি দিল বাংলা পক্ষ। তেজপুর ইউনিভার্সিটি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় হলেও সেখানে হিন্দি ভাষার ব্যাপার নেই৷ বাংলা ও আসাম দুটো অহিন্দি রাজ্য মানে ক্যাটেগোরি সি স্টেট। তাহলে বাংলা ও আসামে আলাদা নিয়ম কেন?

    বিশ্বভারতীতে বাংলা ভাষার গুরুত্ব চাই। এই দাবিতে বাংলা পক্ষর লড়াই চলবে বলে তাঁরা জানান।