|
---|
সেখ আব্দুল আজিম (চন্ডীতলা) : ১৯২২ সালে প্রতিষ্ঠিত হওয়া হুগলি জেলার অন্যতম ঐতিহ্যবাহী স্কুল আকুনি বি. জি. বিহারীলাল ইনস্টিটিউশনের ১৯৭৭ ও ১৯৭৯ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পুনর্মিলন উৎসব আয়োজিত হল স্কুল প্রাঙ্গণে। রবিবার, প্রায় ৪৩ বছর পর সাক্ষাৎ হল স্কুল বন্ধুদের। সকলেরই বয়স ৬২ ছাড়িয়েছে, অনেকে প্রয়াত হয়েছেন, প্রয়াত বন্ধুদের স্মরণ করে আবারও বন্ধুত্বের টানে একত্রিত ৬০ ঊর্ধ্ব স্কুল বন্ধুরা। এদিনের এই পুনর্মিলন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী রথীন্দ্রনাথ মাইতি। পুনর্মিলন অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান, মধ্যাহ্নভোজ ও আরোও অন্যান্য ইভেন্টের মধ্যে দিয়ে উদযাপিত হয়। প্রত্যেককে ফুল, ব্যাচ ও উপহার দিয়ে বরণ করেন তাদেরই সহপাঠীরা। এই পুনর্মিলন উৎসবের অন্যতম প্রধান আয়োজক কাজী মইনুর রহমান বলেন জীবনে বাঁচতে গেলে বন্ধুর প্রয়োজন হয়, অবসর সময়ে এসে দাঁড়িয়ে আজ বন্ধুর প্রয়োজনীয়তা অনেক বেশি, বন্ধু বন্ধুই হয়, তাদের সাথে অনেক সুখ দুঃখের কথা আদান প্রদান করা যায়, মনের প্রশান্তি ঘটে তাই বন্ধুত্বের কোন বিকল্প হয় না। আর তাই বন্ধুত্বের টানেই এই উদ্যোগ। আরো এক উদ্যোগী গৌতম দত্ত বলেন আজ ৪৩ বছর পর পুরনো বন্ধুদের একসঙ্গে দেখতে পেরে খুব আনন্দ লাগছে। এদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে বিদ্যালয় প্রাঙ্গণে উপস্থিত হয়েছিলেন ১৯৭৭ ও ১৯৭৯ সালের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেকেই। অনেকে প্রয়াত হয়েছেন তাদেরকে স্মরণ করে নীরবতা পালন করেন বন্ধুরা। সব মিলিয়ে একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের নজির তৈরি হল আকুনি বি. জি. বিহারীলাল ইনস্টিটিউটে। সকলে মিলিত হতে পড়ে খুব আনন্দিত উপস্থিত বন্ধু বান্ধবীরা।