সাগরদিঘী উইনার ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যেগে শীতকম্বল, স্যানিটারী ল্যাপকিন,ও চারাগাছ বিতরণ

নিজস্ব সংবাদদাতা : সাগরদিঘীর বি.ডি.ও. শ্রী সুরজিৎ চ্যাটার্জী মহাশয়ের সহযোগিতায় সাগরদিঘীর গোবর্ধন ডাঙ্গা অঞ্চলের এক প্রত্যন্ত এলাকা তিখোরডাঙ্গা আদিবাসী গ্রামে একসঙ্গে তিনটি কর্মসূচি অর্থাৎ কিছু শীত কম্বল , চারাগাছ ও স্যানিটারি ন্যাপকিন বিতরণ করা হলো । পাশাপাশি খুদে বাচ্চাদের মিষ্টিমুখ করানো হলো।উইনার ট্রাস্টের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সম্পাদক সঞ্জীব দাস, সভাপতি রাধারানী দেবনাথ দাস, শম্পা চক্রবর্তী, সামাদ সেখ, সাহিল মল্লিক, উজির শেখ, অমিতাভ চৌধুরী ও মিঠুন দাস। ট্রাস্টের সভাপতি রাধারানী দাস বলেন বলেন ” শীতকালকে বলা হয় পিঠে পুলির সময়, এই সময় বিভিন্ন উৎসবে আমরা মেতে উঠি কিন্তু এই উৎসবের মরসুমেও বহু মানুষকে কনকনে ঠান্ডার মধ্যে রাত কাটাতে হয়,একথা মাথায় রেখেই আমাদের এই পরিকল্পনা, এছাড়াও সকলকে পরিবেশ রক্ষার প্রতি সচেতন করা পাশাপাশি আদিবাসী মহিলাদের স্যানিটারি ন্যাপকিন ব্যবহার সম্পর্কে অবগত করানোর উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি পালিত হল। আবার ট্রাস্টের সম্পাদক সঞ্জীব দাস বলেন ডিসেম্বর মাসে আমরা একগুচ্ছ কর্মসূচি নিয়েছিলাম তার মধ্যে এটা আমাদের ষষ্ঠতম কর্মসূচি পালন করলাম, এখনো কিছু কর্মসূচি আমাদের বাকি আছে।