২৪ বছরের জাঁকজমকপূর্ণ জগদ্ধাত্রী পূজা মালদহের চাঁচলে

উজির আলী,চাঁচল, ০৬ নভেম্বর: ছট পুজোর রেশ কাটতে না কাটতেই জগদ্ধাত্রী পুজোর আরাধনায় মেতে উঠলেন চাঁচল বাসী।
বুধবার নবমী, সকাল থেকে মা জগদ্ধাত্রীর আরাধনায় রত হয়েছে চাঁচোল ব্লক পাড়া ও বাজারপাড়া পুজো কমিটির সদস্যরা। পূজো কমিটি সূত্রের খবর, চাঁচল ব্লক পাড়া জগদ্ধাত্রী পুজো এবার ২৪ বছরে পা দিল। প্রতিবছরই তারা মহাধুমধাম সহকারে জগদ্ধাত্রী পুজোর আয়োজন করে থাকে। এখানে থিমের বাহার না থাকলেও রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া। পাশাপাশি চাঁচলের বাজারপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পুজো এবার প্রথম বর্ষে পা দিল। এ বছর থেকে তারা জগদ্ধাত্রীর আরাধনায় মেতে উঠেছে। প্রথম বর্ষ উপলক্ষে এই দিন তারা ঢাক ঢোল বাজিয়ে বর্ণাঢ্য কলস যাত্রার মধ্যে দিয়ে পুজোর শুভ সূচনা করে। তারপর রীতিনীতি মেনে ভক্তি ও নিষ্ঠার সঙ্গে করা হয় পূজা পাঠ। ষষ্ঠী থেকে নবমী পুজো একেবারে সেরে নেওয়া হয়।
চাঁচল দৈনিক বাজারপাড়া জগদ্ধাত্রী পুজো কমিটির পিনাকি রঞ্জন দাস জানান, এবার আমরা প্রথমবার জগদ্ধাত্রী পুজোর আয়োজন করেছি। সকালে কলস যাত্রার মধ্যে দিয়ে পুজোর সূচনা করি। পাড়ার মহিলারা এই শোভাযাত্রায় অংশ নেন। তারপর সমস্ত নিয়ম-নীতি মেনে পুজো করা হয়। এছাড়াও এদিন সন্ধ্যাবেলা পূন্যার্থীদের জন্যে অন্নভোগ বিতরণ ব্যবস্থা রয়েছে। জগদ্ধাত্রী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।