|
---|
নিজস্ব সংবাদদাতা: শিলিগুড়ি সংলগ্ন নকশালবাড়ি থেকে উদ্ধার ব্রাউন সুগার ও কাফ সিরাপ, ঘটনায় পুলিশ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। নকশালবাড়ি থানার পুলিশ সূত্রে খবরের ভিত্তিতে সংলগ্ন রেলগেট এলাকায় অভিযান চালিয়ে মিন্টু সরকার নামে এক ব্যক্তির কাছ থেকে ব্রাউন সুগার ও কাফ সিরাপের বোতল উদ্ধার করে। মোট ২০ ব্রাউন সুগার ও ৩০ টি কাফসিরাপের বোতল উদ্ধার করা হয়। যার বাজার মূল্য ৩.৫ লক্ষ টাকার উপরে। এদিন গ্রেফতার হওয়া ব্যক্তিকে আদালতে পেশ করা হয়।