‘আমার কুশপুতুল দাহ করুন, সরকারি সম্পত্তি নয়’: নরেন্দ্র মোদী

নতুন গতি ওয়েব ডেস্ক: নাগরিকত্ব আইন নিয়ে আজ দিল্লির রামলীলা ময়দানে বিরোধীদের বিরুদ্ধে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।এদিন তিনি বলেন, দেশের নিপীড়িত মানুষদের জন্য পাস করা হয়েছে নাগরিকত্ব আইন।তিনি সিএএ-র বিক্ষভকারিদের উদ্দেশে আরও বলেন, ”আমার কুশপুতুল পোড়ান, সরকারি সম্পত্তি নয়’।তিনি জনতার উদ্দেশে বলেন, ‘আমি বলব বৈচিত্র্যের মধ্যে একতা। আপনারা বলবেন ভারতের বিশেষত্ব।’

    যাঁরা এই বিল পাস করিয়েছেন তাঁদের সম্মান করুন। কিন্তু এনিয়ে মিথ্যে প্রচার করছে বিরোধীরা। দিল্লিতে ঘর দেওয়ার ক্ষেত্রে কাউকে তাদের ধর্ম কী তা জানতে চাওয়া হয়েছিল! হয়নি। তাহলে এখন কেন প্রশ্ন উঠছে।