|
---|
নতুন গতি নিউজ ডেস্ক: ২০২২ থেকে ২০২৪ এর মধ্যে দেশে পর পর হাইভোল্টেজ নির্বাচন। ২০২২ সালে উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন। মহারাষ্ট্রের গদি খোয়ানোর পর এই উত্তরপ্রদেশ বিজেপির কাছে কার্যত ফোকাস পয়েন্ট। এরই মাঝে ২০২৪ সালে লোকসভা ভোটের প্রস্তুতিও করে ফেলছে গেরুয়া শিবির। আর এই দুই ভোটের প্রস্তুতি পর্বে ক্রমেই প্রাসঙ্গিক হয়ে উঠছে রামমন্দির ফ্যাক্টর।
অযোধ্য়ায় রামমন্দির ঘিরে তৎপরতা শুরু
রামমন্দির ট্রাস্টের তরফে জানানো হয়েছে, অক্টোবরের মধ্যে অযোধ্যায় রামমন্দিরের ফ্লোর তৈরির কাজ শেষ হতে পারে। প্রসঙ্গত, বিজেপি ও আরএসএস-এর কাছে এই প্রজেক্ট একটি বড় ইস্যু। আর ২০২২ সালে উত্তরপ্রদেশ নির্বাচনের আগে এই রামমন্দির গঠন ঘিরে ক্রমাগত ফোকাস ক্লোজ করছে গেরুয়া শিবির। তাদের আশা ২০২১ সালের অক্টোবরের মধ্যেই ফ্লোরিংয়ের কাজ শেষ হবে। জানানো হয়েছে, এই মন্দির নির্মাণের কাজে অংশগ্রহণকারী সমস্ত কর্মী ও ইঞ্জিনিয়াররা সুস্থ রয়েছেন।
কাজ করছে টাটা থেকে লার্সেন অ্যান্ড টুবরো
জানা গিয়েছে , এই মন্দির নির্মাণে লার্সেন অ্যান্ড ট্যুবরো এবং টাটা কনসালটেন্সি সংযুক্ত রয়েছে। এই গোটা মন্দির নির্মাণে ২৬ মাস সময় লাগবে। তারপরই তা ধীরে ধীরে বৃহৎ মন্দিরের রূপ নেবে। মূলত এই মন্দিরের বাস্তুকার চন্দ্রকান্ত সোমপুরা। তাঁর নেতৃত্বেই এই নির্মাণ কাজ শুরু হবে।
২০২৪ এর আগে ফোকাস উত্তরপ্রদেশ
প্রসঙ্গত, ২০২৪ সালের লোকসভা ভোটের আগে বিজেপির ফোকাস ক্রমাগত বাড়ছে উত্তরপ্রদেশের দিকে। ২০২২ সালে রয়েছে যোগীগড়ের পিচে বিজেপির শক্তি পরীক্ষা। ৪ রাজ্য ও পুদুচেরির ভোটের মাঝে বাংলা থেকে প্রবল ধাক্কা খাওয়ার পর বিজেপির কার্যত প্রেস্টিজ ফাইট উত্তরপ্রদেশ। এই রাজ্য়ে বারাণসীতে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় আসন। আর সেই জায়গা থেকে রীতিমতো ফোকাস বাড়ছে উত্তরপ্রদেশে।
রামমন্দির ও হিন্দু ভোট ফ্যাক্টর
এদিকে, গেরুয়া শিবিরের কাছে হিন্দুত্ব তাস একটি বড় ফ্যাক্টর সমস্ত নির্বাচনেই। সেই দিক থেকে যোগীগড়ে করোনার জেরে বিজেপির মধ্যেই যে প্রশাসন বিরোধিতার ট্রেন্ড দেখা যাচ্ছে তা নিয়ে উদ্বেগে গেরুয়া শিবির। সেই জায়গা থেকে ২০২২ ভোটে হিন্দু ভোটও একটি বড় ইস্যু। এমন প্রেক্ষাপটে ২০২২ সালের আগেই রামমন্দিরে ফ্লোর নির্মাণ ও ২০২৪ এর আগে রামমন্দির নির্মাণ সম্পন্ন করার কথা ঘোষণা করেছে ট্রাস্ট। ফলে ক্রমেই উত্তরপ্রদেশের বুকে রামমন্দির ইস্যুতে রাজনৈতিক চাঞ্চল্য় দেখা যাচ্ছে।
ফোকাসে অযোধ্যা
যাতে দ্রুত অযোধ্যার বুকে আন্তর্জাতিক বিমানবন্দরের কাজ শুরু হ ,তার জন্য টেন্ডার ডাকার কাজ ইতিমধ্যেই সরকার শুরু করেছে। এদিকে, যোগী আদিত্যনাথ প্রায় প্রতি মাসেই রামমন্দিরের কাজের অগ্রগতি দেখতে সেখানে যাচ্ছেন। যেখানে কংগ্রেসের প্রিয়াঙ্কা বা সপা-র অখিলেশদের সেভাবে দেখা যাচ্ছে না রামমন্দিরের এলাকায়। ফলে এই বিষয়টিকে হাইলাইট করে হিন্দুভোট কাছে টানতে এখন থেকেই উদ্যোগ নিচ্ছে গেরুয়া শিবির।