Breaking News: অবশেষে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা তাণ্ডব ঘটনায় অভিযুক্ত দীপ সিধুকে গ্রেফতার করল দিল্লি পুলিশ

নতুন গতি ওয়েব ডেস্ক: অবশেষে প্রজাতন্ত্র দিবসে লালকেল্লা তাণ্ডব ঘটনায় অভিযুক্ত দীপ সিধুকে গ্রেফতার করল দিল্লি পুলিশ। দিল্লি পুলিশের এক বিশেষ পুলিশি সেলের তরফে মঙ্গলবার সকালেই গ্রেপ্তার করা হয় তাঁকে। গত ২৬ জানুয়ারি ঘটনার পর থেকেই‘ফেরার’ ছিলেন দীপ সিধুকে (Deep Sidhu)। যাঁকে কিনা পাকড়াও করার জন্য দিল্লি পুলিশের তরফে ১ লক্ষ টাকা পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। লাল কেল্লায় আন্দোলনকারীদের পতাকাও দীপ সিধুই তুলেছিলেন বলে পুলিশ সূত্রে দাবি৷

    ২৬ জানুয়ারি দিল্লিতে কৃষি আন্দোলনের নামে তাণ্ডবে অন্যতম অভিযুক্ত দীপ সিধুকে গ্রেফতার করল পুলিশ৷ এ দিনই দিল্লি পুলিশের জালে ধরা পড়েছেন এই অভিনেতা৷ সংবাদসংস্থা এএনআই-এর খবরে এমনই দাবি করা হয়েছে৷ লাল কেল্লায় আন্দোলনকারীদের পতাকাও দীপ সিধুই তুলেছিলেন বলে পুলিশ সূত্রে দাবি৷

    জানা গিয়েছে, পঞ্জাবের জিরকপুর থেকে দীপ সিধুকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশের স্পেশ্যাল সেল৷ তাঁর বিরুদ্ধে দাঙ্গা এবং ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে৷ কৃষক আন্দোলনের শুরু থেকেই সামনে আসছিল দীপ সিধুর নাম৷ তিনি খলিস্তানি আন্দোলনের সমর্থক বলেও অভিযোগ উঠেছিল৷ আবার নরেন্দ্র মোদির সঙ্গেও তাঁর ছবি প্রকাশ্যে আসায় তিনি বিজেপি ঘনিষ্ঠ বলেও দাবি করে বিরোধীরা৷ দীপ সিধুকে তলব করে এনআইএ৷

    গত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লিতে ট্র্যাক্টর মিছিলের ডাক দেন কৃষকরা৷ কিন্তু সেই কর্মসূচি ঘিরে প্রবল উত্তেজনা ছড়ায়৷ নির্দিষ্ট রুট ছেড়ে ট্র্যাক্টর ছেড়ে লালকেল্লার দিকে এগোতে থাকে শয়ে শয়ে বিক্ষোভকারী৷ পুলিশের সঙ্গে শুরু হয় সংঘর্ষ৷ একসময় লালকেল্লার দখল নিয়ে নেয় বিক্ষোভকারীরা৷ লালকেল্লায় আন্দোলনকারীদের নিজস্ব পতাকা তোলা হয়৷ দীপ সিধুর বিরুদ্ধে বিক্ষোভকারীদের প্ররোচিত করার অভিযোগ উঠেছিল৷ লালকেল্লায় পতাকা তোলার ঘটনাতেও সামনে আসে তাঁর নাম৷ এর পর থেকেই ফেরার ছিল দীপ সিধু৷

    লালকেল্লায় তাণ্ডবের ঘটনায় দিল্লি পুলিশের দায়ের করা এফআইআর-এ অন্যতম অভিযুক্ত ছিলেন জনপ্রিয় এই গায়ক- অভিনেতা৷ পুলিশের সূত্র উদ্ধৃত করে সংবাদসংস্থা জানিয়েছে, ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এক অভিনেত্রী এবং নিজের বান্ধবীর সঙ্গে যোগাযোগ রাখতেন দীপ সিধু৷ তাঁকে কৃষি আন্দোলন সংক্রান্ত বিভিন্ন ভিডিও পাঠাতেন দীপ৷ সেগুলি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে আপলোড করতেন দীপের বান্ধবী