বিশ্বভারতীতে হামলার ঘটনায় শান্তিনিকেতন থানার পুলিশ গ্রেপ্তার করলো 2 ABVP সদস্যকে

 আজিম সেখ,নতুন গতি,বীরভূম:-শান্তিনিকেতন, 16 জানুয়ারি : বিশ্বভারতীতে পড়ুয়াদের মারধরের ঘটনায় অভিযুক্ত দুই ABVP সদস্য অচিন্ত্য বাগদি ও সাবির আলিকে আটক করল শান্তিনিকেতন থানার পুলিশ ৷ এদিকে, আজ সকাল থেকেই অভিযুক্তদের গ্রেপ্তার ও উপাচার্যের পদত্যাগের দাবিতে চলছে বিক্ষোভ ৷ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ব্যানার, পোস্টার নিয়ে বিক্ষোভ দেখাচ্ছে পড়ুয়ারা ।

    অভিযোগ, গতকাল বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশকে মারধরের অভিযোগ ওঠে ABVP-র বিরুদ্ধে ৷ ঘটনায় দু’জন আক্রান্ত হয় ৷ তাঁদের জখম অবস্থায় বিশ্বভারতীর পিয়ার্সন মেমোরিয়াল হাসপাতালে ভরতি করা হয় ।
    সেখানেও তাদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে ৷ পরে বিশ্বভারতীর নিরাপত্তারক্ষীরা হাসপাতালের গেটে তালা লাগিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে ।

    পড়ুয়ারা CAA, NRC-র বিরুদ্ধে সরব হয়েছে বিশ্বভারতীর পড়ুয়াদের একাংশ । JNU-তে দুষ্কৃতী হামলার প্রতিবাদও জানিয়েছে তারা। কয়েকদিন আগে সেখানে এক আলোচনাসভায় যোগ দিতে গেলে BJP সাংসদ স্বপন দাশগুপ্তকে ঘিরেও বিক্ষোভ দেখানো হয় । এরপর গতকাল পড়ুয়াদের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ফের উত্তপ্ত হয়ে ওঠে বিশ্বভারতী । ৷