পিএম বিশ্বকর্মা প্রকল্পের নিয়মকানুন প্রকাশ করলেন অশ্বিনী বৈষ্ণব

দেবজিৎ মুখার্জি: স্বাধীনতা দিবসের পরের দিনই পিএম বিশ্বকর্মা প্রকল্পের নিয়মকানুন প্রকাশ করলেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ২০২৮ সাল পর্যন্ত এই প্রকল্পে ১৩ হাজার কোটি টাকা বরাদ্দ করা হবে বলে জানিয়েছেন তিনি।

     

    প্রাথমিকভাবে ১৮ ক্ষেত্রের কারিগরদের এই প্রকল্পের আওতায় আনা হবে। তাদের জন্য বিশেষ পরিচয়পত্র থাকবে। দক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ এবং বিশেষ উৎসাহ ভাতা দেওয়া হবে তাদের। মাত্র ৫ শতাংশ সুদে মোট তিন লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। প্রথম দফায় দেওয়া হবে ১ লক্ষ টাকা। পরের দফায় আরও ২ লক্ষ টাকা ঋণ দেওয়া হবে। তবে কিভাবে নাম নথিভুক্ত করা যাবে, সেই নিয়ে কোনও তথ্য প্রকাশ করা হয়নি।