‘করোনায় মানুষের প্রাণ যাচ্ছে সংক্রমণ থামার নাম নেই আর প্রধানমন্ত্রী মন্দিরের ভূমি পুজো নিয়ে ব্যস্ত’: সীতারাম ইয়েচুরি

নতুন গতি নিউজ ডেস্ক: রাজস্থানের আস্থা ভোট হলে দুই বিধায়ক কি কংগ্রেসের পক্ষেই ভোট দেবেন? জল্পনা উসকে দিলেন সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি। সোমবার সিপিএম-এর কেন্দ্রীয় কমিটির বৈঠকের পর সীতারাম বলেন, ‘কোনও অবস্থাতেই বিজেপির ছক আমরা সফল করতে দেব না। দুই বাম বিধায়ক ‘সঠিক’ জায়গাতেই ভোট দেবেন।’

    রাজস্থানের প্রসঙ্গে বলতে গিয়ে বিজেপির বিভিন্ন রাজ্যের সরকার ফেলার চক্রান্তের কথা তুলে এনেছেন সীতারাম। এনেছেন কেরালার প্রসঙ্গও। তাঁর কথায়, ‘রাজস্থানের মতো একই ভাবে কেরালা সরকারকেও বিপাকে ফেলতে চাইছে বিজেপি। ইলেকশন বন্ডের যে টাকা উঠেছিল, সেই টাকা দিয়ে রাজস্থান-সহ রাজ্যে রাজ্যে নির্বাচিত সরকারকে ফেলা, ঘোড়া কেনাবেচার কাজ করছে বিজেপি।’ উল্লেখ্য, কেরালায় সোনা পাচারকাণ্ডে ইতোমধ্যে এনআইএ, ইডি-র মতো সংস্থা ‘কাজ’ করতে শুরু করেছে। ওই ঘটনায় নাম জড়িয়েছে মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের দফতরের।

    এরই মধ্যে আগামী ৫ অগস্ট অযোধ্যায় রামমন্দিরের ভূমিপুজোয় উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন সেই প্রসঙ্গেও মুখ খুলেছেন সীতারাম ইয়েচুরি। তিনি বলেন, ‘এখন মহামারীর মোকাবিলার দায় রাজ্য সরকারগুলোর ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন প্রধানমন্ত্রী। আর তিনি রাম মন্দিরের ভূমিপুজো করতে চলেছেন। মহামারী মোকাবিলা নাকি মন্দিরের শিলান্যাস, কোনটা প্রাধান্য পাবে এটা শাসক দলের গণতান্ত্রিক অধিকার। কিন্তু এই মন্দিরের নাম করে এই মহামারীর মধ্যেও সাম্প্রদায়িক রাজনীতিকে আরও তীব্রতর করতে চাইছে বিজেপি।’ এই প্রসঙ্গেই ১৬ দফা দাবি নিয়ে ২০-২৬ আগস্ট দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে বামেরা।

    আর স্বাভাবিক কারণেই রাজস্থান নিয়ে সিপিএমের সিদ্ধান্তকে ‘স্বাগত’ জানিয়েছে প্রদেশ কংগ্রেস। তাঁদের দাবি, বিজেপি দেশে একদলীয় শাসন কায়েম করতে চাইছে। সেই ফ্যাসিস্ত মনোভাবের মোকাবিলায় বামপন্থীদের অবস্থানকে স্বাগত জানাচ্ছে কংগ্রেস।

    এরই মধ্যে অবশ্য সোমবার সচিন পাইলট-সহ বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের বিরুদ্ধে দায়ের করা পিটিশন সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিয়েছেন রাজস্থানের অধ্যক্ষ সিপি যোশি। সোমবার অশোক গেহলট সরকারের বিধানসভার অধিবেশন ডাকার আর্জি মরুরাজ্যের রাজ্যপাল কলরাজ মিশ্র দ্বিতীয়বার ফিরিয়ে দেওয়ার পরই পিটিশন প্রত্যাহার করে নেন স্পিকার।

    তবে, বামেরা যে অবস্থানই নিন, বিএসপি আবার তাদের রাজস্থানের ছ’জন বিধায়কের উদ্দেশে হুইপ জারি করেছে। বিধানসভায় অনাস্থা প্রস্তাব এলে তাঁরা যেন কংগ্রেসের বিপক্ষে ভোট দেন, সেই বিষয়েই হুইপ জারি করেছে মায়াবতীর দল। হুইপ না মানলে বহিষ্কার হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।