আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মরণে "দেশপ্রেম দিবস"

আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মরণে “দেশপ্রেম দিবস”
নতুন গতি, মধ্যমগ্রাম: আজ ২৩ জানুয়ারি স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বোসের স্মরণে দেশপ্রেম দিবস উদযাপিত হলো ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত এর সমস্ত শাখা অফিসে। বিশেষ করে মধ্যমগ্রাম দোলতলাতে পীরজাদা আব্বাস সিদ্দিকীর উপস্থিতিতে দেশের জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দেশপ্রেম দিবস উদযাপনে বিশাল জনসমাবেশ হয়। উক্ত সভায় উপস্থিত সংগঠনের কর্ণধার পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব বলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস ভারতীয় স্বাধীনতা আন্দোলনে যেভাবে সমস্ত ধর্মের মানুষকে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করেছিলেন এবং ধর্মনিরপেক্ষ রাষ্ট্র গঠনের চিত্র জনমানসে প্রতিষ্ঠিত করেছিলেন তা আমাদের নিকট চির স্মরণীয়।
তিনি আরও বলেন, বর্তমান কেন্দ্রীয় সরকার একের পর এক অসাংবিধানিক যে আইন তৈরি করে চলেছে যেমন CAA, NRC, NPR তা নেতাজি সুভাষচন্দ্র বোসের আদর্শ বিরোধী। আমরা ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাত কেন্দ্রীয় ও রাজ্য সরকারের নিকট আবেদন করি ২৩ শে জানুয়ারি এই মহান বিপ্লবীর স্মরণে “দেশপ্রেম দিবস” হিসেবে ঘোষণা করা হোক। সভার শেষে তিনি সমগ্র ভারতবাসীর নিকট শান্তি ও সম্প্রীতির আবেদন করেন।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী মলয় তেওয়ারি (আদিবাসী একতা মঞ্চের নেতা) স্নেহাশীষ, সংগঠনের উত্তর 24 পরগনা জেলা সম্পাদক পীরজাদা বাইজিদ আমিন সাহেব সহ মধ্যমগ্রাম থানা কমিটির নেতৃত্বে অনুষ্ঠানটি পরিচালনা করেন বারাসাত মহাকুমার সম্পাদক কুতুবুদ্দিন ফাতেহী প্রমুখ।