|
---|
নিজস্ব সংবাদদাতা,ঝাড়গ্রাম : শিলদা ঝাড়গ্রাম জেলার শিলদি চন্দ্রশেখর কলেজের এন এস এস ইউনিটের উদ্যোগে মেরা মাটি,মেরা দেশ” শ্লোগানকে সামনে রেখে ৯ ই আগষ্ট থেকে ১৫ ই আগষ্ট পর্যন্ত সপ্তাহ ব্যপী দেশাত্মবোধক, পরিবেশ সচেতনতা ও সমাজ সচেতনতা মূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হলো। বুধবার ১৬ ই আগষ্ট এই কর্মসূচির আনুষ্ঠানিক ভাবে সমাপ্তি হয়। এই সমাপ্তি অনুষ্ঠানে প্রাক্তন সেনাকর্মী বাবুরাম হাঁসদাকে এন এস এস এর পক্ষ থেকে বিশেষ সম্মান প্রদান করা হয়। এদিনের অনুষ্ঠানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলদা চন্দ্র শেখর কলেজের প্রিন্সিপাল ড.সুশান্ত কুমার দোলুই, ভাইস প্রিন্সিপাল ড.সুজাতা তেওয়ারি , কলেজের জাতীয় সেবা প্রকল্পের দুই প্রোগ্রাম অফিসার অধ্যাপক ডঃ সুশান্ত দে ও অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা । এছাড়াও উপস্থিত ছিলেন এন এস এস -এর ভলেন্টিয়ার্রা ।
সমগ্ৰ অনুষ্ঠানটি পরিচালনা করেন অধ্যাপক ফটিক চন্দ্র অধিকারী । এদিনের অনুষ্ঠানের শুরুতে সাত দিনে অনুষ্ঠিত হওয়া কর্মসূচি গুলি বিস্তারিত ভাবে সবার সামনে তুলে ধরেন অধ্যাপক সুশান্ত দে। এই কর্মসূচি গুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল বৃক্ষ রোপন, জাতীয় পতাকা উত্তোলন,প্রভাত ফেরী, বীর সেনানীদেয সম্মান প্রদান, দত্তক গ্ৰামের অধিবাসীদের মধ্যে বিভিন্ন ধরনের সচেতনতা কর্মসূচি, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। এরপর এই সমাপ্তি অনুষ্ঠানে মাটিহানা ও শিমুলডাঙ্গা দুটি দত্তক গ্ৰামের অধিবাসীদের মধ্যে ডেঙ্গু সচেতনা শিবির অনুষ্ঠিত হয়। শিবিরে গ্রামবাসীদের মধ্যে মশারী বিতরণ করা হয় । অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানান অধ্যাপক ডঃ সুশান্ত দে।