|
---|
সেক আতিউল্লা, চন্ডিপুর, পূর্ব মেদিনীপুর : হলদিয়া সংবাদপত্রের বাৎসরিক অনুষ্ঠানে পরিবেশ প্রেমী স্বেচ্ছাসেবী সংগঠনের সংবর্ধনা অনুষ্ঠানে চলো পাল্টাই পরিবার। Chalo Paltai পরিবারের হাতে সম্মান স্মারক তুলে দিলেন সিনিয়র সাংবাদিক সুজিত ভৌমিক মহাশয় ও হলদিয়া সংবাদপত্রের কর্ণধার দীপক পণ্ডা মহাশয় ।
এই সম্মান ওদের দায়িত্ব বোধ আরো বাড়িয়ে তোলে, আরো কাজ করার অনুপ্রেরণা যোগায় ওদের। চলো পাল্টাই পরিবার চির কৃতজ্ঞ সংস্থার কর্ণধার দীপক পণ্ডা মহাশয়ের কাছে।
এই সম্মান চলো পাল্টাই পরিবারের সবার, সাধারণ সেনা থেকে শুভানুধ্যায়ী, সহযোগি সকলের।