|
---|
নতুন গতি নিউজডেস্ক: আজ ২৬ শে সেপ্টেম্বর বীরভূম জেলা পুলিশের উদ্যেগে ও খয়রাশোল থানার ব্যবস্থাপনায় খয়রাশোল ইরিগেশন চত্বরে ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগরের দুই শততম জন্মবার্ষিকী মহাসমারোহে পালিত হয় । থানার সম্মুখে ঈশ্মরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপস্থিত পুলিশ প্রশাসন, শিক্ষক, পড়ুয়া সহ অতিথিবৃন্দ।মূল অনুষ্ঠানের আয়োজন করা হয় খয়রাশোল ব্লকের ইরিগেশন মাঠে।”বিদ্যার সাগর তুমি বিখ্যাত ভারতে”– হ্যাঁ,আজ জ্ঞানী গুণী মানুষের উজ্জ্বল সমারোহে সেই বিখ্যাত ব্যাক্তি যুগপুরুষ ঈশ্বর চন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের জীবনী নিয়ে এক মনোজ্ঞ আলোচনা সভার আয়োজন করা হয়। বর্ণপরিচয়ের শ্রষ্টা,,বাল্যবিবাহ,বিধবা বিবাহ সহ সহ সমস্ত স্মরণীয় দিকগুলো তুলে ধরেন বক্তারা। আজকের মহতি সভায় উপস্হিত, ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের মহারাজ সত্যশিবানন্দ মহারাজ,ডি,এস,পি হেডকোয়ার্টার কাশীনাথ মিস্ত্রী, স্থানীয় বিধায়ক নরেশ চন্দ্র বাউরী, খয়রাশোল বি,ডি,ও সঞ্জয় দাস, খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি শ্যামল গায়েন সহ অন্যান্য শিক্ষকগন ও ছাত্র ছাত্রীরা। উল্লেখ্য খয়রাশোল থানার ওসি সঞ্জয় শ্রীবাস্তব এর মুখ্যভূমিকা পালনের জন্য স্থানীয় ব্যবসায়ী সমিতি থেকে উপস্থিত অতিথিবৃন্দ সকলে এরকম একটা মনোজ্ঞ আলোচনা সভা উপহার দেয়ার জন্য ধন্যবাদ জানান।এদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দুবরাজপুর একলব্য পরিবেশিত নাটক “পরিবেশ বাঁচান, গাছ বাঁচান”নিয়ে একটি নাটক , দুবরাজপুর কুঠুরী গোষ্ঠী নিবেদিত লোকসংগীত গান এবং পাঁচড়া বিদ্যালয়ের পড়ুয়াদের ও নাটক মঞ্চস্থ হয়। বিশেষ উল্লেখযোগ্য গত জুলাই মাসে খয়রাশোল থানা ও খয়রাশোল ব্যবসায়ী সমিতির যৌথ উদ্যোগে সাফাই অভিযান চালানোর সময় বিদ্যাসাগরের আবক্ষ মূর্তির আশপাশে পুরো জঞ্জালে পরিপূর্ণ হয়ে ছিল, সেই দিন থেকে উদ্যেক্তাদের এই ধরনের উদ্যোগ নেওয়ার প্রয়াস শুরু হয়েছিল।