|
---|
নতুন গতি নিউজডেস্ক: মঙ্গলবার বর্ধমানের ঐতিহাসিক বংশগোপাল টাউন হলে বর্ধমান জেলা জমিয়তে উলামায়ে হিন্দের তরফ থেকে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল। এই সম্মেলনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ও রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি এই সম্মেলন বলেন জমিয়ত সবাই কে নিয়ে একসাথে কাজ করতে চাই। এন আর সির বিরুদ্ধে মতুয়ারা যে একশান কমিটি গঠন করেছে জমিয়ত তাকে সমর্থন করবে। জমিয়তে উলামার পুরোনো ইতিহাস স্বাধীনতা আন্দোলনে জমিয়তের ভূমিকা নিয়ে ব্যাখ্যা করেন সিদ্দীকুল্লাহ চৌধুরী। তিনি বলেছেন ভারতবর্ষের অন্যান্য অংশের মানুষের মতো এই রাজ্যের মানুষরা শঙ্কিত। জমিয়তের তরফ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে। এন আর সি হলে কারা ভারতীয় থাকবেন আর কারা বাদ যাবেন সেই নিয়ে জমিয়ত সাধারণ মানুষকে সচেতন করবে। তিনি রাজ্য সরকারের প্রশংসা করে মানুষের পাশে থাকার বার্তা দেন। এই অনুষ্ঠানে আর ও অনেক বিশিষ্ঠ মানুষ উপস্থিত ছিলেন। বৌদ্ধধর্মের অরুন জ্যোতি ভিক্ষু, সাহিত্যিক পার্থ সেনগুপ্ত, কলকাতা হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি নূরে আলম চৌধুরী সাহেব, জমিয়তের রাজ্য কমিটির সদস্য আব্দুস সালাম রহিমী সাহেব, ও রাজ্য সম্পাদক মুফতী আব্দুস সালাম সাহেব,রাজ্য জমিয়তে উলামায়ে হিন্দের সহ সভাপতি মাওলানা আবুল কাশেম সাহেব সহ বর্ধমান জেলা জমিয়তের সম্পাদক, মাওলানা ইমতিয়াজ আলী সাহেব,বর্ধমান জেলা সভাপতি পীরে কামীল মাওলানা ইমদাদুল্লাহ চৌধুরী সাহেব সহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন।