|
---|
সি এ এ বিরুদ্ধে প্রথম বিধান সভায় বিল পাস করেন,এবার দেশের সর্বোচ্চ আদালত সুপ্রীম কোর্টে মামলা দায়ের করলেন।
নতুন গতি, ডেস্ক: দেশের প্রথম রাজ্য হিসেবে সংশোধিত নাগরিকত্ব আইনের সি এ এ বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ কেরল সরকার। সি এ এ , অসাংবিধানিক ঘোষণা করা হোক। মঙ্গলবার এই দাবি তুলেই শীর্ষ আদালতে মামলা করেন কেরল সরকার।
কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয় স্পষ্ট ভাষায় বলেন, “আমাদের রাজ্যে কোনও ডিটেনশন ক্যাম্প করতে দেব না। এই রাজ্য ধর্মনিরপেক্ষতার নিদর্শন রয়েছে। শুরু থেকেই এখানে গ্রিক, রোমান, আরবী, খ্রিস্টান, মুসলিম-সহ সব সম্প্রদায়ের মানুষ একসঙ্গে বাস করছেন। এটাই আমাদের ঐতিহ্য। এই ঐতিহ্যকে কখনওই নষ্ট হতে দেব না।” বিজয়নের অভিযোগ, নাগরিকত্ব আইন এনে নাগরিকদের মৌলিক অধিকার খর্ব করার চেষ্টা করছে কেন্দ্র। দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে আশঙ্কার পরিবেশ তৈরি হয়েছে।