সিএএ আইন বেশি ক্ষতি করবে ভারতের উদ্বাস্তু মানুষ গুলো কে

সামিম আহমেদ, মল্লিকপুর: যুগ যুগ ধরে ভারতে বহু জাতি বা গোষ্ঠীর আগমন ঘটেছে।এখানে মুসলিমরা রাজত্ব করেছে প্রায় ৭৪৫ বছর, ইংরেজরা রাজত্ব করে প্রায় ১৯০ বছর।১৯৪৭ সালে দেশ ভাগের পর কিছু মানুষ যারা পাকিস্তানের দাবি করেছিল তারা পাকিস্তানে চলে যায়।১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কিছু মানুষ যারা যাযাবর হয়ে ভারতে প্রবেশ করে। তারা দীর্ঘদিন ধরেই ভারতে বসবাস করে আসছে। তাদের ভোটে নির্বাচিত হয়েছেন মুখ্যমন্ত্রী, প্রধানমন্ত্রী এর মত ব্যাক্তিত্ব। কিন্তু হঠাৎ করে তাদের নতুন করে নাগরিক বানানোর সু কৌশল প্রতারণা কে ভারতের মূলনিবাসী মানুষ গুলো মেনে নেবে না। তাই বিভিন্ন বুদ্ধিজীবীদের ডেকে মাওলানা ওবায়দুল্লাহ, হাফেজ অনোয়ার গনি সাহেব রা সাধারণ মানুষ দের ভিতরে সঞ্চিত সমস্ত ভয় কে দুরোভিত করার চেষ্টা করেন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবী মিলন নির্ঝর মৃধা, বিশিষ্ট লেখক মানিক ফকির, বিশিষ্ট শিক্ষক শেখ নুরুদ্দিন,অধ্যাপক মুন্সী রাকিব,অধ্যক্ষ নুরুল হক,জ্ঞানোতোষ প্রমাণিক প্রমূখ ব্যাক্তিত্ব। মানিক ফকির বলেন যারা স্বীকার করে নেবেন আমরা বাংলাদেশ থেকে এসেছি তাদের পাসপোর্ট আইনে ছাড় দেওয়া হবে কিন্তু তাদের যে মুসলমানরা মেরেছে তার থানার এফ আই আর কপি লাগবে। তিনি বলেন কজন তা দেখাতে পারবে বলুন। তাহলে যারা দেখাতে পারবে তারা ছাড় পাবে আর যারা দেখাতে পারবেন না তারা ডিটেনশন ক্যাম্পে যাবে।