কলকাতা হাইকোর্টে ধাক্কা রাজ্যের! রাজ্যপালের বিরুদ্ধে মামলা খারিজ

নতুন গতি নিউজ ডেস্ক: রাজ্যপাল জগদীপ ধনকড়ের অপসারণ নিয়ে দায়ের মামলা খারিজ করলো কলকাতা হাইকোর্ট। শুক্রবার প্রধান বিচারপতির বেঞ্চ সাফ জানিয়ে দেয়, মামলাটি ভিত্তিহীন।

    পাশাপাশি, রাজ্যপালের তরফে সওয়াল করতে গিয়ে সলিসিটর জেনারেল যে দাবি তুলেছিলেন, তাও একইসঙ্গে খারিজ হয়ে গিয়েছে।

    উল্লেখ্য, গত সপ্তাহে রাজ্যপালের বিরুদ্ধে, রাজ্যের কাজে দখলদারি করার অভিযোগ নিয়ে, মামলা করেছিল রাজ্য সরকার।

    জনস্বার্থ মামলাকারী আইনজীবী রমাপ্রসাদ সরকারের দাবি এক বিশেষ রাজনৈতিক দলের মুখপাত্রের মতো কাজ করছেন রাজ্যপাল এবং রাজ্যের কাজে বাধা দিচ্ছেন। তাই তাঁকে অবিলম্বে সরানোর দাবি জানিয়েছেন আইনজীবী।

    এর আগে শুনানিতে রাজ্যপালের পক্ষে সওয়াল করা সলিসিটির জেনারেল তুষার মেহতা বলেন এভাবে একজন সাংবিধানিক প্রধানের বিরুদ্ধে মামলা করা যায় না। যে বা যাঁরা মামলা করেছেন, তাঁদের বিরুদ্ধে আদালতের ব্যবস্থা নেওয়া উচিত।

    দু’পক্ষের কথা শুনে আজ মামলাটি ভিত্তিহীন বলে খারিজ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।