ডায়মন্ড হারবার টাউন ও ১নম্বর ব্লক তৃনমূল কংগ্রেসের আহ্বানে দেবাংশু ভট্টাচার্য্যর উপস্থিতিতে পৌর নির্বাচনী জনসভা করেন শিবালয় মাঠে

বাইজিদ মন্ডল, ডায়মন্ড হারবার:  দক্ষিন ২৪ পরগনা জেলার ডায়মন্ড হারবার পৌরসভার শিবালয় মাঠ প্রাঙ্গনে করোনা আবহে সমস্ত বিধিনিষেধ মেনে আজ নির্বাচনী জনসভা করলেন রাজ্যের যুব তৃণমূলের সাধারণ সম্পাদক দেবাংশু ভট্টাচার্য্য । এদিন ডায়মন্ড হারবার এলাকার জনসভায় বক্তৃতা রাখতে গিয়ে ডায়মন্ড হারবার পৌরসভার ১৬টা ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার ডাক দিলেন আপামর ডায়মন্ড হারবার বাসীর কাছে I

    ইহা ছাড়াও উপস্থিত ছিলেন ব্লক ২ তৃনমূল কংগ্রেসের সভাপতি অরুময় গায়েন,টাউন তৃনমূল যুব সভাপতি সৌমেন তরফদার, টাউন তৃনমূল কংগ্রেসের সভাপতি অমিত সাহা, উমাপদ পূরকাইত সহ ১৬টি ওয়ার্ডের সকল তৃণমূলের প্রার্থীরা I পাশাপাশি এদিন দেবাংশু ভট্টাচার্য্য ওই মঞ্চ থেকে বিজেপির নেতৃত্বে দের কে এক হাত নিয়ে বলেন করোনার সময় সোশ্যাল মিডিয়ায় বড় বড় পোস্ট করেছিল সেই করোনার সময় কোন বিজেপি নেতা বা বাম নেতা দুঃস্থ মানুষদের সাহায্য করেনি তখন এই টাউনের তৃণমূল নেতারা সাধারণ মানুষের পাশে ছিল I তিনি আরও বলেন অন্যদিকে বিজেপি নেতারা বিধানসভা নির্বাচনের আগে বাংলায় এসে বড় বড় বক্তৃতার রেখেছিলেন এবং বাংলার কৃষ্টি সংস্কৃতি ও ঐতিহ্যকে নষ্ট করার চেষ্টা করছিল তারাও সেই আতিমারির সময় কোথায় ছিল, কাউকে দূরবীন দিয়েও খুঁজে পাওয়া যায়নি। বুধবার সন্ধ্যায় ডায়মন্ড হারবার নির্বাচনী সভা থেকে বাম ও বিজেপিকে এক শুলে বুধলেন দেবাংশু ভট্টাচার্য্য।

    সবমিলিয়ে দেবাংশু ভট্টাচার্য্য র জনসভা কার্যত শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।