ফুরফুরা শরীফে স্বাধীনতা দিবস উৎযাপন ও মেধাবৃত্তি প্রদান

আবু সালেহ মুসা, ফুরফুরা শরীফ: ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের উদ্যোগে পীরমহলে স্বাধীনতা দিবস উৎযাপন উপলক্ষ্যে মেডিকেল পাঠরত শিক্ষার্থীদের মেধাবৃত্তি প্রদান করা হয়। অনাড়ম্বর একটি অনুষ্ঠানের মাধ্যমে, মেধাবৃত্তি প্রদান করেন সংগঠনের কর্ণধার পীরজাদা আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আব্বাস সিদ্দিকী আলকুরাইশী। এই উপলক্ষ্যে অনেক মানুষ সমবেত হন পীরমহলের সামনে। সবার উদ্দ্যেশে পীরজাদা আব্বাস সিদ্দিকী সাহেব বলেন, প্রত্যেকে তাঁদের সম্পদ কে মহৎ কাজে লাগানোর চেষ্টা করুন।আগামী ২১ শে অগ্রহায়ণ (৮ডিসেম্বর) প্রস্তাবিত পীর আবুবকর নলেজ সিটির শুভ ভিত্তি প্রস্তর স্থাপনের ঘোষনা দিয়ে এই মহৎ কর্মযজ্ঞে সকলকে সামিল হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, স্বাধীনতা দিবসের মত এই মহান দিনে আমাদের দেশ গঠনের শপথ নিতে হবে। একটি সংক্ষিপ্ত দোআর মজলিশের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের শেষ হয়। অন্যান্য দের মধ্যে উপস্থিত ছিলেন পীরজাদা নওসাদ সিদ্দিকী আলকুরাইশী, বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজকর্মী সামসুর আলি মল্লিক, বিশিষ্ট আইনজীবী কাজী মিরাজ হোসেন, হাফেজ আবু আফজল জিন্নাহ প্রমুখ। উল্লেখ্য, এদিন জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করেন সংগঠনের সহ সম্পাদক পীরজাদা নওসাদ সিদ্দিকী আলকুরাইশী। তিনি জানান, এদিন ফুরফুরা শরীফ আহলে সুন্নাতুল জামাতের রাজ্যের বিভিন্ন শাখা সংগঠনের পক্ষ থেকে পতাকা উত্তোলন ও সামাজিক কর্মসূচির মাধ্যমে দিনটি পালিত হয়।