গ্রামীণ এলাকার শিশুদের সাথে সৌহার্দ্য’র জন্মদিন পালন.

নিজস্ব সংবাদদাতা, গড়বেতা,পশ্চিম মেদিনীপুর: একটু ভিন্ন আঙ্গিকে পালিত হলো জন্মদিনের অনুষ্ঠান। বুধবার মহালয়ার দিনে জন্মদিন ছিল গড়বেতার গনকবান্দীর অধিবাসী সংলাপ ব্যানার্জী সৌমিলি ব্যানার্জীর ছেলে সৌহার্দ্যর জন্মদিন।তিন শেষ করে এবার চারে পা দিলো সৌহার্দ্য। সৌহার্দ্যর জন্মদিন উপলক্ষ্যে সৌহার্দ’র পরিবারের উদ্যোগে এবং গড়বেতার স্বেচ্ছাসেবী সংগঠন “বন্ধু সমাজ” এর সহযোগিতায়
আমলাগোড়া এলাকার আদিবাসী প্রধান বুড়িয়ামি গ্রামের খুদে শিশুদের হাতে তুলে দেওয়া হল খাবার, শিক্ষাসামগ্রী,পোশাক ও গামছা ।

    পাশাপাশি বন্ধু সমাজের “অরন্যবন্ধু” প্রকল্পের চারাগাছের পরিচর্যা খতিয়ে দেখেন সংস্থার সদস্যরা। সৌহার্দ্যর ঠাকুরদা তাপস ব্যানার্জী একজন অবসরপ্রাপ্ত শিক্ষক।নাতির জন্মদিন এভাবে পালনে তিনি খুশি। অন্যদিকে সৌহার্দ্যর গড়বেতা বন্ধুসমাজ এই উদ্যোগ রূপায়নে সহায়তা করতে পেরে খুশি বন্ধু সমাজের সদস্যরা।